রাঘব চ্যাটার্জী থেকে পৌষালী ব্যানার্জী, সঙ্গে চন্দ্রবিন্দুর নস্টালজিয়ায় সুরের ছন্দে মাতুন আপনিও

ভারতের অন্যতম সংস্কৃতিমনস্ক শহর হিসেবে কোনও সন্দেহের অবকাশ না রেখেই কলকাতার নাম করা যায়। তাই তিলোত্তমার বুকে সংস্কৃতি প্রেমীদের জন্য যেন বারো মাসে তেরো পার্বণ আয়োজিত হয়ে থাকে। ১৫ জুলাইও ঠিক এমন একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ ক্লাব (Culcutta Police Club)। ‘গান ভালোবাসার গান’ নামের এই অনুষ্ঠানে সুরের ছন্দে আপনাদের মাতাতে আসবেন আপনাদের পছন্দের শিল্পীরা। থাকবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাঘব চ্যাটার্জী (Raghab Chatterjee) থেকে শুরু করে হালের জনপ্রিয় লোকসঙ্গীত গায়িকা পৌষালী ব্যানার্জী (Pousali Banerjee)। শুধু তাঁরাই নন, ছোটবেলার নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যেতে উপস্থিত হবে আপনার প্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুও (Chandrabindoo)।

সম্প্রতি কলকাতা তিলোত্তমার বুকে নবনির্মিত মঞ্চ, ধন ধান্যে অডিটোরিয়ামে আয়োজিত হবে এই সুরেলা সন্ধ্যা। মাত্র পাঁচ শত টাকার বিনিময় এই বিনোদন মুখর পরিবেশের সাক্ষী হতে পারবেন সদলবলে আপনিও। মূলত এই অনুষ্ঠান শুধু সংস্কৃতি প্রেমীদের চিত্ত বিনোদনের জন্যই সংঘটিত হচ্ছে, এমন নয়। রয়েছে একটি বিশেষ কারণ। আসলে এই অনুষ্ঠানটির আয়োজক কলকাতা পুলিশ ক্লাব। কলকাতার প্রাচীন সংগঠনগুলির মধ্যে এটি বেশ সুখ্যাত। বিবিধ রকম সাংস্কৃতিক কর্মসূচি এবং জনহিতকর কার্যাবলীর মাধ্যমে এই সংগঠনটি জনমানসের মাঝে বেশ পরিচিত। পুলিশে কর্মরত যেসব আধিকারিক অকালে প্রাণ দিয়েছেন, অথবা যাঁদের পরিবার বেশ দুঃস্থ, সেই সকল পরিবারের জন্য এই সংগঠন তহবিল সংগ্রহ করে থাকে। সেই উপলক্ষেই মূলত আয়োজিত হতে চলেছে এই বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানটি শুরু হবে বিকাল পাঁচটা নাগাদ। আপনাদের অতি পরিচিত, বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায় থাকবেন সঞ্চালনার দায়িত্বে। বয়সের কোনও সীমাবদ্ধতা নেই। সকল বয়সী গুণমুগ্ধরাই স্বাগত। অনুষ্ঠান শুরু হওয়ার অন্তত আধ ঘণ্টা আগে পৌঁছতে হবে গন্তব্যে। অগ্রিম টিকিটের জন্য সাহায্য নিতে পারবেন ‘বুক মাই শো’ থেকে। বলা বাহুল্য, একবার টিকিট কাটলে, পরবর্তীতে তা প্রত্যাখ্যান করা যাবে না। তাহলে আর দেরি না করে, সাক্ষী হন এক মন মাতানো সাঙ্গীতিক জগতের।

Scroll to Top