৭০০০ হাজার কোটি টাকা খরচ করে গৌতম আদানি কিনে নিলেন জনপ্রিয় এই সংস্থা

ভারতীয় শিল্পপতিদের (Indian Industrialist) মধ্যে অন্যতম সমৃদ্ধ শিল্পপতি হলেন গৌতম আদানি (Goutam Adani)। গত কয়েক বছরে তাঁর সম্পত্তির পরিমাণ প্রচুর বেড়েছে এবং এজন্য তিনি বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া তিনি এশিয়ার সর্বোচ্চ ধনী ব্যক্তি। তাঁর এই সম্পদ বাড়ার কারণ হলো আদানি গ্রুপের (Adani Group) ব্যবসায়িক পরিধির বৃদ্ধি।

গত কয়েক বছর ধরে তিনি ব্যবসায়িক পরিধি বৃদ্ধির জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়ে চলেছেন। চলতি বছরে ব্যবসার ক্ষেত্রে তাঁকে অনেকগুলি পদক্ষেপ নিতে দেখা গেছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, গৌতম আদানী ব্যবসায়িক ক্ষেত্রে আবার নতুন পদক্ষেপ নিতে চলেছেন। চলুন প্রতিবেদন থেকে জেনে নিন আদানি নতুন কী পদক্ষেপ নিতে চলেছেন? গৌতম আদানীর আদানি গোষ্ঠীর অধীনে বহু শাখা রয়েছে যেগুলি ভিন্ন ভিন্ন ব্যবসা সঙ্গে জড়িত। তার মধ্যে অন্যতম শাখা হলো আদানি পাওয়ার(Adani Power), এটি একটি তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। সংস্থাটির প্রধান কার্যালয় গুজরাটের আমেদাবাদে অবস্থিত। আদানি গোষ্ঠীর এই শাখাটি বিদ্যুৎ শিল্পে এবার বড়সড় পদক্ষেপ নিল।

আসলে থার্মাল পাওয়ার প্রস্তুতকারী (Thermal Power Producing Company) আরেকটি সংস্থা ডিবি পাওয়ারকে (DB Power) কিনে নিল গৌতম আদানির এই সংস্থা। এই পদক্ষেপের ফলে বিদ্যুৎ শিল্পে( Energy Industry) নিজেদের পরিধি আরো একটু বাড়িয়ে নিলেন গৌতম আদানি। ইতিমধ্যেই ডিবি পাওয়ার কোম্পানির সঙ্গে আদানি পাওয়ারের চুক্তি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত ছত্রিশগড় রাজ্যে এই কোম্পানির একাধিক থার্মাল পাওয়ার প্রজেক্ট (Thermal Power Project) রয়েছে। এবারে সেই সব প্রজেক্টের সঙ্গে যুক্ত হবে আদানি পাওয়ার।

ডিবি পাওয়ার ৯২৩.৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। এই তাপ বিদ্যুৎ কেন্দ্র অপারেটর ডিবি পাওয়ারকে ৭,০১৭ কোটি টাকার বিনিময়ে কিনে নিতে চলছে গৌতম আদানি। এমনটাই জানা গেছে, গত শুক্রবারের ঘোষণায়। এর মধ্যে দিয়ে ছত্রিশগড় রাজ্যে নিজেদের ব্যবসা বাড়াবে আগানি গ্রুপ। প্রসঙ্গত, দেশের বৃহত্তম বেসরকারী তাপবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা হল আদানি পাওয়ার (Adani Power)। তবে এখানেই থামবে না আদানির সংস্থা। আগামী দিনে আদানি পাওয়ার তাদের ব্যাবসার পরিধি আরো বাড়াতে চায়। বিদেশের মাটিতেও তাপবিদ্যুৎ, গ্রীন এনার্জি সহ একাধিক ক্ষেত্রে নিজেদের ব্যবসা স্থাপন করতে চলেছে গৌতম আদানি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *