GB WhatsApp কী? এটি কি নিরাপদ?

বর্তমান সময়ে ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম হিসাবে হোয়াটসঅ্যাপ (Whatsapp) খুবই জনপ্রিয়। দৈনন্দিন জীবনে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সময়ে একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। তবে এতে এমন অনেক ফিচার নেই, যা আপনি পাবেন জিবি হোয়াটসঅ্যাপে (GB Whatsapp)। এটি হোয়াটসঅ্যাপের একটি ক্লোন বা মডেম অ্যাপ। যার সঙ্গে হোয়াটসঅ্যাপের কোনো সম্পর্ক নেই। তবে অনেক বেশি ফিচার পাবার জন্য অনেকে এটি ব্যবহার করে থাকেন। কিন্তু এটি ব্যাবহারকারীদের জন্য নিরাপদ নয়। তাও অনেকে চান এটি ডাউনলোড করতে। কিভাবে ডাউনলোড করবেন? কি কি ফিচার রয়েছে? কতটা নিরাপদ এই অ্যাপ? তা আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

কিভাবে GB WhatsApp ডাউনলোড করবেন

জিবি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার জন্য স্মার্টফোনের ব্রাউজারে গিয়ে GB WhatsApp apk সার্চ করুন। এরপর অনেকগুলি লিঙ্ক পেয়ে যাবেন, যার মধ্যে ভাল রিভিউ সহ আপডেট ভার্সন ডাউনলোড করতে পারেন। ডাউনলোড হলে এটি ইনস্টল করুন। ইনস্টল হওয়ার পর মোবাইল নম্বর দিয়ে জিবি হোয়াটসঅ্যাপ এ সাইন ইন করুন।

GB WhatsApp- এর ফিচার সম্পর্কে জেনে নিনজিবি হোয়াটসঅ্যাপ এর বেশ কিছু ভালো ফিচার্স (Feature) রয়েছে। এই ফিচার্সগুলি আপনি সাধারণ হোয়াটসঅ্যাপে পাবেননা। যে কারণে অনেক মানুষ এটি ব্যবহার করে থাকেন। এর মাধ্যমে আপনি ১০০MB পর্যন্ত ফাইল অনায়াসে পাঠাতে পারবেন।

এরসাথে অ্যাপটির মাধমে অনলাইন স্ট্যাটাস, টাইপিং স্ট্যাটাস এবং ভয়েস রেকর্ডিং স্ট্যাটাস হাইড করতে পারবেন। অন্যদিকে ডু-নট-ডিস্টার্ব ফিচার পাবেন, যা দিয়ে আপনি ইন্টারনেট অন রেখেও হোয়াটসঅ্যাপে মেসেজ আসা বন্ধ করতে পারেন।
এছাড়া ডিলেট করা মেসেজ পড়া, হাই রেজলিউশনের ছবি পাঠানো থেকে শুরু করে স্ট্যাটাস ডাউনলোড পর্যন্ত করতে পারবেন।

GB হোয়াটসঅ্যাপ কতটা নিরাপদ?হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য জিবি হোয়াটসঅ্যাপ নিরাপদ নয়। প্রসঙ্গত, যে কোনো ক্লোন বা মডেম অ্যাপ নিরাপদ নয়। এটি ব্যাবহারকারীদের জন্য অনেক বিপজ্জনক হয়ে থাকে। কেননা এতে মেসেজগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয়। যা ব্যাবহারকারীদের ব্যাক্তিগত সিকিউরিটির জন্য খুবই বিপজ্জনক। এই অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। প্রসঙ্গত জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপ-এর একটি নীতি রয়েছে, যে নীতিতে বলা হয়েছে কোনো ব্যাবহারকারী হোয়াটসঅ্যাপ-এর কোনো ক্লোন অ্যাপ ব্যাবহার করতে পারবেন না। যদি হোয়াটসঅ্যাপ এটি জানতে পারে তবে আপনাকে তাদের প্ল্যাটফর্ম স্থায়ী বা অস্থায়ী ভাবে বের করে দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *