যত দিন যাচ্ছে মোবাইল রিচার্জের খরচ ততোই বেড়ে চলেছে। এখন প্রতিটি বাড়িতে কম করে হলেও তিন থেকে চারজন করে সদস্য রয়েছে তাদের প্রত্যেকের মোবাইলে রিচার্জ করতে গিয়ে বেশ মোটা অংকের টাকা ফুরিয়ে যায়। মধ্যবিত্তদের পক্ষে বিপুল পরিমাণ টাকা রিচার্জ করা সবসময় সম্ভব হয় না।
এত রিচার্জ প্ল্যান এর মধ্যেও কিছু কিছু রিচার্জ প্লান আছে যেগুলি গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে থাকে। সম্প্রতি জিওর নতুন একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে যেটি নিঃসন্দেহে মধ্যবিত্তদের জন্য বেশ উপকারী একটি প্যাক হতে চলেছে।
জিও কোম্পানির নতুন এই প্লেনের মাধ্যমে আপনারা একটি মাত্র রিচার্জে প্রায় এক বছর ধরে কলিং এবং ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এই প্ল্যান এর আসল মেয়াদ ৩৩৬ দিন বা প্রায় ১১ মাস। একবার রিচার্জ করলে সারা বছর ধরে আর রিচার্জ করার কোনো রকম টেনশন থাকবে না মাথায়।
গ্রাহকদের জন্য রিলায়েন্স দেওয়ার পক্ষ থেকে এমনই একটি প্ল্যান লঞ্চ করা হয়েছে। মূলত জিও ফোন গ্রাহকদের জন্য এই প্লানটি লঞ্চ করা হয়েছে। দেশজুড়ে বর্তমানে জিও ফোন গ্রাহকদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে কারণ এই মোবাইলের রিচার্জ এর পরিমাণ অন্যান্য ফোনের তুলনায় বেশ কম।
এই প্ল্যান এর দাম মোট ৮৯৫ টাকা। অর্থাৎ প্রতি মাসে আপনার খরচ হচ্ছে মাত্র ৮১ টাকা। একবার রিচার্জ করলে ৩৩৬ দিন আর রিচার্জ করার কোনো রকম ঝামেলা নেই আপনাদের।
এই ৩৩৬ ধরে আপনারা যত ইচ্ছা ফোন করতে পারবেন। এছাড়া facebook, youtube, whatsapp ইত্যাদি সোশ্যাল মিডিয়া যথেষ্ট ভাবে ব্যবহার করতে পারবেন। এই প্লানে মোট 24 জিবি ডাটা পাওয়া যাবে। প্রতি ২৮ দিনের জন্য আপনারা পাবেন ২ জিবি করে ডাটা।
আনলিমিটেড কলিং এবং ইন্টারনেটের সাথে থাকছে, প্রত্যেক ২৮ দিনে ৫০ টি করে এসএমএস করার সুযোগ। এছাড়া দৈনিক ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে এই প্যাকে।