Google camera free: ছবির কোয়ালিটি খারাপ? DSLR কেও হার মানাবেন এই ছোট্ট ট্রিকটি ইউজ করলে।

অ্যান্ড্রয়েড ফোনের (Android mobile) বয়স যত বাড়ে ছবির কোয়ালিটি (Image quality) ততই যেন খারাপ হতে থাকে। কয়েক বছর ব্যবহার করার পর মোবাইলের ছবি অনেকটা ঝাপসা (Blur images) অস্পষ্ট এবং রঙের ঘাটতি ওয়ালা মনে হয়।

কোথাও গিয়ে প্রকৃতির ছবি বা নিজের ছবি তুললে সেটিকে সোশ্যাল মিডিয়া(Social media) বা কোন সাইটে আপলোড করার মত অবস্থায় থাকে না। বাধ্য হয়ে সেই ছবিটিকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে এডিট করে সেটির কালার, ব্রাইটনেস কনট্রাস্ট ইত্যাদি বাড়িয়ে মন মত করে তারপরেই পোস্ট করা হয়।

অনেকে ফোনের তোলা ছবির কোয়ালিটি ভালো করতে বাইরে থেকে বিভিন্ন রকম অ্যাপ ইন্সটল (photo editing apps) করে থাকেন। বেশিরভাগ অ্যাপগুলি টাকা দাবি করে প্রিমিয়াম ভার্সন আপগ্রেড (Apps premium upgrade) করার জন্য। যে সকল গ্রাহকদের নতুন ফোন নেবার সামর্থ্য নেই তারা বাধ্য হয়ে বিভিন্ন রকম এডিটিং অ্যাপ এবং এক্সটার্নাল ক্যামেরা অ্যাপের সাহায্য নেন।

তবে আজকে এমন একটি উপায় জানাবো যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের নরমাল ক্যামেরা দিয়েই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন যে অনায়াসে একটি ক্যামেরার ছবিকেও হার মানাতে পারবে।

আজকে আপনাদের যে অ্যাপটি সম্পর্কে বলব সেটির নাম হল Gcam port, তবে আপনি যদি সাধারণভাবে কোন জায়গা থেকে একটি ইন্সটল করেন তবে আপনার ডিভাইসের সাথে সেটি নাও চলতে পারে।

আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য এই অ্যাপের ভার্শন অ্যাভেলেবেল রয়েছে ইন্টারনেটে। আপনি নিজের মোবাইলের নাম্বারের সাথে ক্যামেরাটির নাম লাগিয়ে সার্চ করলেই উপযুক্ত অ্যাপটি পেয়ে যাবেন।

ধরুন আপনার মোবাইলটি হলো infinix hot 10s, এবং আপনি গুগল ক্যামেরা পোর্ট ইন্সটল করতে চান। সে ক্ষেত্রে আপনাকে গুগলে সার্চ করতে হবে “infinix hot 10s Gcam port”!

এরপর সার্চ রেজাল্টে পরপর কয়েকটি ওয়েবসাইটে এই মোবাইলের জন্য নির্দিষ্ট ভার্সনের গুগল ক্যামেরা পোর্ট পেয়ে যাবেন।

গুগল ক্যামেরা পোর্ট দিয়ে ছবি তুললে আপনি আপনার নরমাল ক্যামেরা এবং গুগল ক্যামেরা ছবির পার্থক্য অনায়াসেই বুঝতে পারবেন। ছবির Sharpness, color, Blur quality সব কিছু একেবারে নতুন ফোন কেনার সময় আপনার ফোনে যেমন ছবি উঠতো তেমন হয়ে যাবে।

Scroll to Top