গুগল ক্রোম, ফায়ারফক্স ছেড়ে নিজস্ব ব্রাউজার বানাচ্ছে ভারত, পুরস্কার মূল্য 3.4 কোটি টাকা।

এখনকার দিনে দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত ভাবাই যায় না। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করা থেকে শুরু করে বিভিন্ন ফর্ম ফিলাপ করা, গান শোনা, ভিডিও দেখা ইত্যাদি সব ক্ষেত্রেই প্রয়োজন হয় ইন্টারনেটের। আর ইন্টারনেট মানেই প্রয়োজন একটি ভালো ব্রাউজারের। এই জন্য আমরা সকলেই গুগল ক্রোম, ফায়ারফক্স এর মত ব্রাউজার ব্যবহার করে থাকি। তবে ভারতীয়রা যাতে এই সমস্ত ব্রাউজার গুলিকে বিদায় দিয়ে দেশীয় প্রযুক্তির ব্রাউজার ব্যবহার করে, সেই নিয়ে সচেষ্ট হলো কেন্দ্র সরকার। Indian Web Browser Development Challenge নামের নতুন পরিকল্পনা লঞ্চ করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

এবার গুগল ক্রোম, মাইক্রোসফট এজ,অপেরা মিনি, ফায়ারফক্স এর মত বড় বড় ব্রাউজার গুলিকে টেক্কা দেবে দেশীয় প্রযুক্তির ব্রাউজার। শুধুমাত্র ভারতেই নয় ভারতের বাইরে ও ছড়িয়ে পড়বে এই ব্রাউজার। সেখানে থাকবে Controller of Certifying Authorities (CCA) – এর অনুমোদন, যা দেবে ভারত।

আমাদের দেশের এটি একটি নতুন যাত্রা। যেখানে দেশ নিজস্ব একটি ওয়েব ব্রাউজার তৈরি করতে চলেছে। বিশ্বের নিরিখে দ্রুত ভারতের অর্থনৈতিক গতি হচ্ছে। এমন অবস্থায় বিদেশী ব্রাউজার গুলির ওপর নির্ভরশীলতার দিন শেষ। এবার থেকে ভারতীয়রা বেশি প্রযুক্তির ব্রাউজার ব্যবহার করবেন। দেশীয় প্রযুক্তির ব্রাউজার ব্যবহারের ফলে ব্যক্তিগত তথ্য লিক হওয়ার ভয় অনেকটাই কমবে বলে আশাবাদী সকলেই।

প্রতিযোগিতার মাধ্যমে দেশের সেরা প্রযুক্তিবিদদের খুঁজে পাওয়া যাবে নতুন এই উদ্যোগের কারণে। কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি ওপেন চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে এই কাজটি শুরু করতে চলেছে। তার সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরকারের তরফে ৩. ৪ কোটি টাকার একটি নগদ পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। যে সমস্ত ব্যক্তিরা এই ব্রাউজার তৈরি করতে পারবেন তাদের হাতে এই বিপুল অংকের টাকা তুলে দেওয়া হবে। তবে ব্রাউজার বানানোর জন্য রয়েছে একটি শর্ত। ভারতের কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ এর কাছে বিশ্বাসযোগ্য ব্রাউজার হতে হবে এটিকে। সর্বোচ্চ অথরিটি হলো সিসিএ। ভারতের প্রযুক্তি নির্ভর স্টার্টআপ কোম্পানি গুলি এবং অন্যান্য কোম্পানিগুলি, যেগুলি ভারতে রেজিস্টারড রয়েছে, তারা প্রত্যেকে এই প্রতিযোগিতার জন্য নাম লেখাতে পারবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *