ভারতীয় রেলের এমন কিছু মজার স্টেশনের নাম, যা শুনলে আপনার হাসি থামবে না।


ভারতীয় রেল যোগাযোগ ব্যবস্থার একটি দরকারি মাধ্যম। প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করে ভারতীয় রেলে। খরচ সর্বাপেক্ষা কম হওয়ায় সর্ব জনগণের সুবিধার মাধ্যম। আজ আমরা এই রেলেরই কিছু অদ্ভুত রেলস্টেশনের নাম জানবো যা যত অদ্ভুত ততই হাসির উদ্রেক জানায় মনে।


১. গুন্ডা বিহার রেলওয়ে স্টেশন(Gunda Bihar Railway Station):- পড়েই হাসি পেয়ে গেলো তাইনা? নামে বিহার হলেও আসলে কিন্তু এই স্টেশনটি বিহারে অবস্থিত নয়। এই স্টেশনটি প্রকৃতভাবে ঝাড়খণ্ডের টাটানগর (Tara nagar) শহর থেকে প্রায় ২৮ কিমি দূরে অবস্থিত তাই খুব বেশি পরিচিতও না।

Gunda Bihar


২. নানা রেলওয়ে স্টেশন(Nana Railway Station):– হিন্দিতে ‘নানা’ মানে আমরা জানি দাদুকে বোঝায়। নামটা তাই অদ্ভুত লাগলো তাইনা? এই স্টেশনটি উদয়পুরে (Udaipur) অবস্থিত। আরো ভালো করে বলতে গেলে এই স্টেশনটি উত্তর-পশ্চিম রেলওয়ের যোধপুর (Jodhpur) বিভাগে অবস্থিত। রাজস্থানের পোখকারের খুব কাছেই অবস্থিত এই স্টেশন।

নানা


৩. সালি রেলওয়ে স্টেশন(Sali Railway Station):- স্ত্রীয়ের বোনকে ‘শালী’ বলা হয়। হিন্দিতে একটা কথা আছে “শালী আধি ঘরওয়ালী”(Shali Adhi Garwali)! যদিও সেই বানান আর এই স্টেশনের বানান আলাদা। এই অদ্ভুত নামের স্টেশনটি রাজস্থানেই (Rajasthan) অবস্থিত। রাজস্থানের যোধপুরে ‘সালি’ নামক একটি জায়গার স্টেশন এটি। উত্তর-পশ্চিম রেলওয়ের সাথে যুক্ত এই স্টেশন।

Sali


৪. বিবিনগর রেলওয়ে স্টেশন(Bibi Nagar Railway Station):- হিন্দিতে ‘বিবি’ (Biwi) শব্দের অর্থ হলো ‘স্ত্রী বা বউ’। তবে এই স্টেশনের নামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই স্টেশনটি কাজীবাদ-সেকেন্দ্রাবাদ এবং গুন্টূর-সেকেন্দ্রাবাদ লাইনের মাঝে অবস্থিত। বহু লোকাল ট্রেন চলে এই লাইন দিয়ে।

Bibi Nagar


৫. দিওয়ানা রেলওয়ে স্টেশন(Diwana Railway Station):- হাস্যকর তাইনা! হাস্যকর হলেও সত্যিই এই নামে স্টেশন আছে। স্টেশনটি হরিয়ানার পানিপথ জেলার একটি ছোট্ট রেলস্টেশন যা মাত্র দুটি প্ল্যাটফর্ম নিয়ে তৈরি।

Diwana

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *