এবার থেকে WhatsApp এ যুক্ত করা যাবে AI ; কিভাবে করবেন?

বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

কিছুদিন পর পরই whatsapp আপডেট করা হয় এবং প্রত্যেকটি আপডেটের পরেই বিভিন্ন রকম নতুন ফিচার দেওয়া হয় গ্রাহকদেরকে যেগুলি গ্রাহকদের কাজে লাগে। এবার থেকে একটি বিশেষ পদ্ধতি ফলো করলে গ্রাহকরা হোয়াটসঅ্যাপেই ব্যবহার করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে এটি হোয়াটসঅ্যাপের অফিশিয়াল আপডেট নয়। আপনারা চাইলে একটি থার্ড পার্টির সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

বর্তমানে OpenAi এর chatgpt এর জনপ্রিয়তা বহুগুনে বেড়েছে। কোন আর্টিকেল বা প্রবন্ধ লিখে দেওয়া, কোডিং লিখে দেওয়া ,কোন প্রশ্নের উত্তর দেওয়া থেকে শুরু করে একাধিক কাজ এই চ্যাট খুব সহজেই করে দেয়। এই চ্যাট বটের দরুন সারা বিশ্ব জুড়ে কর্মী ছাঁটাই ও শুরু হয়েছে বহুগুনে। কারণ একাধিক কর্মীর কাজ এই চ্যাট জিপিটি একাই করে দিতে সক্ষম। এবার থেকে হোয়াটসঅ্যাপেই আপনারা এই কাজগুলি করতে পারবেন।

চ্যাট জিপিটির মত আরেকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাডিজিপিটি (BuddyGpt)। এটিকেই আপনারা হোয়াটসঅ্যাপের সাথে সংযুক্ত করতে পারবেন।

প্রথমে আপনাকে বাডিজিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

“Try Free on WhatsApp” অপশনে ক্লিক করতে হবে এরপরে।

এরপর একটি পেজ আসবে যেটি আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট করবে।

এরপর আপনাকে নিজের ভাষা সিলেক্ট করতে হবে।

এরপর whatsapp-এর মাধ্যমে আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করার প্রক্রিয়া শুরু করতে পারবেন বাডিচ্যাটGPT এর মাধ্যমে।

Scroll to Top