এখন কাজের সূত্রে এবং পড়াশোনার সূত্রে অনেক বাড়িতেই ওয়াইফাই রয়েছে। বেশিরভাগ মোবাইল অপারেটরগুলি দিনে যতটা মোবাইল ডাটা দেয়, সেই পরিমাণ ইন্টারনেটে সারা দিনের সমস্ত কাজ করা সম্ভব হয় না। তাছাড়া মোবাইলের খরচ বেড়ে যাওয়ার কারণে বাড়ির সদস্যদের সবার ইন্টারনেট চালানোর জন্য বেশিরভাগ বাড়িতেই এখন ওয়াইফাই নিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া করো না অতিমারির পরে ওয়াইফাই ব্যবহারের মাত্রা বেড়েছে গ্রাহকদের।
যারা ওয়াইফাই ব্যবহার করেন, তাদের সামনে একটা সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় ওয়াইফাই ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই অন্য কোন তৃতীয় ব্যক্তি সেই ওয়াইফাইটি ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে চলেছে। তাছাড়া ওয়াইফাই হ্যাক হয়েছে এমন মানুষের সংখ্যা কম নয়। অনেক সময় আমরা বিশেষ কোন প্রয়োজনে কাউকে আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিই এবং পরবর্তীকালে সেটি বদলাতে ভুলে যাই। পরে দেখা যায় যে, সেই ব্যক্তি আমাদের অনুমতি ছাড়া দিনের পর দিন বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করে থাকে আমাদের ওয়াইফাই ব্যবহার করে।
আপনার ওয়াইফাই কেউ হ্যাক করেছে কিনা, অথবা আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে কিনা, তা আপনারা জেনে নিতে পারবেন দুটি অ্যাপ এর সাহায্যে।
নিজের নেটওয়ার্ক ছাড়া অন্য কোন নেটওয়ার্কে অন্য কোন ব্যক্তি যদি আপনার ওয়াইফাই আপনার অজান্তেই ব্যবহার করে থাকেন, তাহলে সেটি জানার জন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে।
অ্যাপটির নাম: Fing
অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় মোবাইলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে পারবেন।
ইন্সটল করার পর একটি ওপেন করলে বেশ কিছু অনুমতি দিতে হবে অ্যাপটিকে।
এরপরই আপনার ওয়াইফাইতে কারা কারা যুক্ত রয়েছেন এবং কারা কারা আপনার ওয়াইফাই আপনার অনুমতি ছাড়া ব্যবহার করছেন তা সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন।
শুধুমাত্র দেখা নয়, যদি আপনার অনুমতি ছাড়া কোন তৃতীয় ব্যক্তি আপনার ওয়াইফাইটি ব্যবহার করে থাকে, তাহলে এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে তাকে রিমুভ করার সুযোগও রয়েছে।