দুপুরে খাবার খেতে বসলেন আনন্দ করে রকমারি খাবার নিয়ে। পছন্দের মাছের পিসটা নিয়ে খেতে বসলেন আর খেতে খেতে গলায় আটকে গেলো মাছের কাঁটা। যন্ত্রণা আর অস্বস্তি ঘিরে ধরলো আপনাকে। কাঁটাটি নামানোর জন্য জল খেলেন ঢকঢক করে তবু কাঁটা নামলোনা এখন উপায়? সেই উপায় নিয়েই কথা বলবো আজ। দেখে নিন।
গলাতে মাছের কাঁটা আটকে গেলে যে কী অস্বস্তি আর বিরক্তিকর বোধ হয় তা বলা বাহুল্য। সহজে মাছের কাঁটা নামানোও যায়না। অনেকে জল বা শুকনো মুড়ি খেয়ে নামানোর চেষ্টা করলেও লাভবান হতে পারেন না। তবে চিন্তা করবেন না। জব্বর কিছু উপায় রইলো আপনার জন্য।
ভাতের মন্ড:
ভাতের ছোট ছোট মন্ড অর্থাৎ বলের আকারে গড়ে গিলে ফেলুন। চেবাবেন বা। জল খাবেন না। জল ছাড়াই গিলে ফেলুন। নেমে যাবে নিমেষে।
নুন মাখানো লেবু:
একটা লেবু কেটে অর্ধেক পরিমাণে লেবুর সাথে নুন মাখিয়ে চুষতে থাকুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে নিমেষে।
নুন জল:
নুন মেশানো গরম জল খুবই কার্যকরী এই ক্ষেত্রে। অবশ্যই চেষ্টা করুন।
কলা খান:
কলা খেয়ে ফেলুন। কলা যেহেতু পিচ্ছিল, সেহেতু মাছের কাঁটা কলার সাথে নেমে যাবে।
ভিনিগার মেশানো জল:
ভিনিগার যেহেতু খুবই টক সেহেতু অল্প পরিমাণে জলের সঙ্গে মিশিয়ে ঢকঢক করে জল খেয়ে ফেলুন। কাঁটা গলে গিয়ে নেমে যাবে।
কোল্ড ড্রিঙ্কস:
কোকা কোলা বা এই জাতীয় কোল্ড ড্রিঙ্কস পান করলেও সহজেই কাঁটা নেমে যায়।
অলিভ ওয়েল:
কয়েক ফোঁটা অলিভ ওয়েল খেতে পারেন। কাঁটা নামানোতে এরও ভীষণ রকম উপকার পাওয়া যায়।
এই সকল উপায়গুলির মধ্যে কোনো না কোনোটি তো আপনার গলায় আটকে যাওয়া মাছের কাঁটা নামাতে সক্ষম হবেই। যদি এতেও কাঁটা না নামে তাহলে হোমিওপ্যাথিক ওষুধ Silicia 200 খেয়ে নিতে পারেন। এটি ভীষণ কার্যকরী একটি ওষুধ।
মাছ খেতে কমবেশি আমরা বাঙালিরা সবাই ভালোবাসি ঠিকই তবে মাছের কাঁটা অসাবধানতাবশত গলায় আটকে যাবার ঘটনা প্রায় সবার সাথেই ঘটে। তাই পরের বার থেকে মাছ খাবার সময় সাবধানে খাবেন।