Threads অ্যাপ কি? কিভাবে ব্যবহার করবেন? কি কি সুবিধা পাবেন?

সম্প্রতি সমস্ত নেট মাধ্যমে চর্চায় রয়েছে Threads। ফেসবুকের মালিকাধীন সংস্থা মেটা এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি। মেটার ইনস্টাগ্রাম টিম তৈরি করেছে এই নতুন অ্যাপটি।

বর্তমানে ইন্টারনেটের যুগে প্রায় সকলেরই রয়েছে সোশ্যাল মিডিয়া একাউন্ট। দিনের অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যয় হয়ে যায়। আট বছর থেকে শুরু করে ৮০ বছর বয়সী ব্যক্তিরাও ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া।

লঞ্চ হবার পর থেকেই এই অ্যাপ্লিকেশনটি সাড়া ফেলে দিয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যেই কয়েক কোটি গ্রাহক পেয়ে গিয়েছে এই অ্যাপটি। সময় যত এগোচ্ছে ব্যবহারকারীদের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে।

আজকাল এই প্রতিবেদনে আপনাদেরকে জানানো হবে Threads অ্যাপ সম্পর্কে। তাছাড়া এই অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন, অ্যাপটি ব্যবহার করে কি কি সুবিধা পাবেন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কেও আপনাদেরকে জানানো হচ্ছে।

আপনার যদি instagram এ কোন অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই ইউজারনেম ব্যবহার করে খুব সহজেই আপনি Threads অ্যাপে লগইন করে ফেলতে পারবেন।

এখানে আপনি ফেসবুকের মতন লিখিত আকারে স্ট্যাটাস দিতে পারবেন। টুইটারে যেমন লেখার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, যেমন আপনি বড় আকারের কোন লেখা একসাথে পোস্ট করতে পারেন না, এখানে সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন। এখানে আপনি সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার পর্যন্ত টেক্সট লিখে স্ট্যাটাস দিতে পারবেন।

পাঁচ মিনিট বা তার কম সময়ের ভিডিও আপনি পোস্ট করতে পারবেন এখানে। তাছাড়া লিংক, ছবি এবং অন্যান্য ভিডিও পোস্ট করতে পারবেন।

পোস্ট করার পাশাপাশি আপনি এই কনভার্সেশনও চালিয়ে যেতে পারবেন নতুন এই অ্যাপটির মাধ্যমে। কনভারসেশন ভিত্তিক এই সুবিধাটি আপনারা টুইটার অ্যাপে পাবেন না।

জানুয়ারি মাস থেকে এই অ্যাপটি তৈরি করার কাজ শুরু হলেও জুলাই মাসে এসে লঞ্চ করা হলো অ্যাপটি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা অ্যাপটি লঞ্চ করার সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। অবশেষে সঠিক সময় দেখেই তারা অ্যাপটি লঞ্চ করেছেন বাজারে।

যেহেতু ইনস্টাগ্রাম এর তথ্য ব্যবহার করেই আপনারা এই অ্যাপে লগইন করতে পারবেন, সেখানে আপনারা ইউজারনেম, ফলোয়ার এমনকি ভেরিফিকেশন স্ট্যাটাসও অপরিবর্তিত রাখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে পোস্ট করা যে কোন পোস্ট আপনি খুব সহজেই instagram-এ স্টোরিতে শেয়ার করতে পারবেন।

এখানে আপনি যাদেরকে ফলো করবেন তাদের পোস্ট দেখতে পারবেন। পাশাপাশি আপনার কাছে সাজেশন বা প্রস্তাব আসতে পারে অন্যান্যদের ফলো করার জন্য।

অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর, দু’জায়গা থেকেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে একদম ফ্রি-তে।

যাদের আপনি instagram এ ফলো করেন তাদের সকলকে আপনি কয়েকটি সেটিং এর মাধ্যমে পোর্ট করে ফেলতে পারবেন threads অ্যাপে । এখানে আপনি যা পোস্ট করছেন সেগুলি কারা দেখতে পাবেন , কারা দেখতে পারবেন না সেগুলি আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। এটি খুব দরকারী একটি সেটিং যেটি অন্যান্য অ্যাপে সাধারণত পাওয়া যায় না।

তাছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্ট এর মত এখানেও আপনি চাইলে কাউকে ব্লক বা আনব্লক করতে পারবেন।

Scroll to Top