বিজ্ঞান এবং প্রযুক্তির দৌলতে আমরা বর্তমানে অনেক উন্নত। এখনকার দিনে প্রায় সকলের কাছেই রয়েছে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট। আর এই মাধ্যমগুলি ব্যবহার করেই হ্যাকাররা আমাদের ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংকের টাকা, পয়সা এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিচ্ছে।
আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবার জন্য হ্যাকারদের কাছে অন্যতম একটি বড় অস্ত্র হল ফিশিং লিংক। এটি আসলে একটি নকল লিংক যাতে ক্লিক করলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ডাটা হ্যাকারদের হাতে চলে যায়। তাছাড়া হ্যাকারদের পাঠানো লিংকে ক্লিক করলে তারা আমাদের বিভিন্ন ব্যাংক, instagram, gmail, facebook এমনকি আমাদের মোবাইল বা কম্পিউটারের অ্যাক্সেসও পেয়ে যেতে পারে।
অনেক সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিজ্ঞাপনে বা ইনবক্সে আসা অচেনা নম্বরের মেসেজে আমরা এমন কিছু লিংক দেখতে পাই যেখানে ক্লিক করলে খুব দামী জিনিস একদম অল্প দামে কেনার অফার পাওয়া যায়। বা কোন লিংক পাঠিয়ে বিশেষ কোনো গ্রুপে জয়েন করতে বলা হয়। তবে এই লিংকে ক্লিক করলেই বিপদ! রাতারাতি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে বা আপনার প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ণ ডাটা হ্যাকারদের হাতে চলে যেতে পারে যা ব্যবহার করে পরে তারা এমন অনেক কাজ করতে পারে, যার জন্য আপনাকে আইনি সমস্যার সম্মুখীন হতে পারে।
এই লিংকগুলি আসলের মত মনে হলেও একটু ভালোভাবে পরীক্ষা করলে বুঝতে পারবেন লিংকটি আসল নাকি নকল। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা সহজেই নকল এবং আসল লিঙ্ক এর পার্থক্য চিনতে পারবেন।
যখন এমন কোন লিংক আপনার কাছে আসবে তখন কোন ওয়েবসাইট থেকে সেই মেসেজটি এসেছে তা যাচাই করুন, ওয়েবসাইটের ডোমেইন চেক করুন এবং ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে ওয়েবসাইটের লিংকের শুরুতে https আছে কিনা। এছাড়াও লিংক এর সমস্ত বানান সঠিক আছে কিনা তা যাচাই করে নেবেন।
বেশিরভাগ নকল লিংক বা হ্যাকারদের লিংক শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট whatsapp এ। সেখানে কোন মেসেজের আসলে প্রথমে চেক করে নেবেন তার ওপরে ফরওয়ার্ড কথাটি লেখা আছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রেই ভুয়া মেসেজগুলি ফরোয়ার্ড হয়ে মানুষের কাছে আসে।
অনেক সময় দেখবেন আপনার পরিচিত কোন কোম্পানির থেকে মেসেজ আসছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে সেই কোম্পানির নামের বানানে বা লিংকে নামের বানানে কিছু ভুল রয়েছে। এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এর মত ওয়েবসাইট তৈরি করলেও সেটি সম্পূর্ণ ১০০% মিল থাকে না, নকল লিংকে কিছু না কিছু পার্থক্য থাকবেই. যেমন কোন বানান ভুল থাকতে পারে বা লিঙ্গের সাথে কোন নম্বর সংযুক্ত হয়ে থাকতে পারে. এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে। এমন কোন লিংক যদি আপনার নজরে পড়ে তাহলে সেই লিংকে একদম ক্লিক করবেন না।
অনেক সময় বিশেষ কিছু লিংকে ক্লিক করার পর আপনি এমন ওয়েবসাইটে চলে যাবেন যেখানে আপনার ব্যক্তিগত তথ্য এবং ব্যাংক একাউন্টের ডিটেলস চাওয়া হয়। তবে এমন কোন লিংকে ক্লিক করে যদি এমন অবস্থার সম্মুখীন হতে হয়, তাহলে অবিলম্বে পেজটি বন্ধ করুন এবং পুনরায় আর সেই পেজটি ওপেন করার চেষ্টা করবেন না।