West Bengal News:
পশ্চিমবঙ্গের যাদের গাড়ির বয়স ১৫ বছর হয়ে গেছে, তাদের জন্য রয়েছে একটি খারাপ খবর। আগামী ১ এপ্রিল থেকে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হবে।
পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম দফাতে সরকারি গাড়িগুলো দিয়েই শুরু হবে এই বাতিল প্রক্রিয়া এবং ধীরে ধীরে বেসরকারি গাড়িগুলি ও বাতিল করার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।
রাজ্যের সমস্ত আরটিওকে(RTO) এই প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান যে,”জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহণ নীতির কথা মাথায় রেখেই ১৫ বছরের পুরোনো গাড়ি ধাপে ধাপে বাতিল করা হবে। সেগুলি ভাঙার জন্য জেলায় জেলায় স্ক্র্যাপ ইউনিটও খোলা হবে।”
স্ক্রাপ ইউনিট রাজ্যে হাতেগোনা মাত্র কয়েকটি রয়েছে। কিন্তু আগামী ১ এপ্রিল থেকে যদি বহু সংখ্যক গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়, সেক্ষেত্রে রাজ্যের উপর চাপ পড়ে যাবে। কারণ এত বড় প্রক্রিয়া চালু করতে আরও অনেক ক্র্যাপ ইউনিট এর দরকার হবে রাজ্য সরকারের।
রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান যে, এই মর্মে সরকার একটি নীতি তৈরি করেছ। যদি কোন ব্যক্তি তাদের পুরনো গাড়ি জমা দেন, তবে গাড়ির মালিকেরা সরকারের তরফ থেকে বৈধ কাগজপত্র(Car documents) পাবেন।
এই কাগজটি দেখিয়েই আগের বরাদ্দ হওয়া পারমিট দিয়ে নতুন গাড়ি কিনতে পারবেন গ্রাহকরা। যে সমস্ত ব্যক্তিরা পুরনো গাড়ি বদলে নতুন গাড়ি কিনতে চান , তারা গাড়ি নেওয়ার আগে নম্বর পছন্দ করার আবেদন করতে পারবেন। কিছুদিন পর রাজ্যের বাজেট (West Bengal union Budget) প্রকাশ হবে, সেখানেও এই বিষয় নিয়ে ঘোষণা করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)।
গাড়ির নম্বরে আবেদন করার জন্য একটি বিশেষ নিয়ম চালু করেছে রাজ্য সরকার। যদি একাধিক ব্যক্তি একই নম্বরের গাড়ির আবেদন করেন, তবে যে ব্যক্তি বেশি দাম নেবেন, তাকেই সেই নম্বরটি দেওয়া হবে। লাকি বা বিশেষ নম্বরগুলি নিলাম এর মাধ্যমে বিক্রি করা হবে একপ্রকার।