হ্যালো ইউপিআই পরিষেবা এনে সাড়া ফেলে দিল কেন্দ্র সরকার। এবার থেকেই ইউপিআই পরিষেবাতে নতুন ভয়েস ফিচার যোগ করা হলো, যেখানে আপনি মুখে হ্যালো ইউপিআই বলেই টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই।
বেশ কিছুদিন ধরে ইউপিআই পরিষেবাতে একের পর এক ফিচার এনে চমক দিচ্ছে কেন্দ্র। এর আগে ইউপিআই এর মাধ্যমে এটিএম লেনদেনের বিষয়টি সামনে এসেছে, সেই বিষয়ে পরবর্তী কোনো প্রতিবেদনে বিস্তারিত জানানো হবে। এবার থেকে ইউপিআই লেনদেন হবে আরও সুবিধা জনক। শুধুমাত্র মুখে বলেই সমস্ত কাজটি শেষ করে ফেলা যাবে
নতুন এই ফিচারটি চালু করার পর এবার থেকে ইউপিআই তে টাকা পাঠানোর সময় আর টাইপ করার প্রয়োজন হবে না। এখানে আপনি ভয়েস দিয়েই যে কাউকে টাকা পাঠাতে পারবেন। নতুন এই পরিষেবাটি উদ্বোধন করলেন রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। গ্লোবাল ফিনটেক ফেস্টে এই পরিষেবাটি চালু করলেন তিনি।
ভয়েসের মাধ্যমে টাকা লেনদেন করার ক্ষেত্রে আপাতত ১০০ টাকার একটি লিমিট বেঁধে দেওয়া হয়েছে তবে পরবর্তীকালে এই লিমিট আরো বাড়ানো হতে পারে। আপাতত ইংরেজি এবং হিন্দি ভাষার জন্য এই পরিষেবাটি চালু হয়েছে। তবে খুব শীঘ্রই অন্যান্য ভাষাতেও এই পরিষেবাটি চালু করা হবে বলে জানা যাচ্ছে।
তবে শুধুমাত্র হ্যালো ইউপিআই নয় ,আরো বেশ কয়েকটি পরিষেবা যুক্ত হয়েছে ইউপিআই এর সাথে। এখানে আপনারা ক্রেডিট লাইন ব্যবহারের মাধ্যমেও টাকা পাঠাতে পারবেন।
ইউপিআই এর মাধ্যমে লেনদেন করা অনেকটাই বেড়ে গিয়েছে আগের তুলনায়। এখন অনেক মানুষ ইউপিআই পরিষেবা ব্যবহার করেন। ছোটখাটো দোকান থেকে শুরু করে বড় দোকান, এমনকি রাস্তার ফুটপাতের দোকানেও এখন ইউ পি আই এর মাধ্যমে লেনদেন করা হয়। আশা করা যাচ্ছে যে বেশ কয়েক বছরের মধ্যে ক্যাশ টাকা অপ্রতুল হয়ে পড়বে, কারণ বেশিরভাগ লেনদেনই হবে অনলাইন মাধ্যমে।