গতবছর চ্যাট জিপিটি লঞ্চ হবার পর থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে মানুষ নতুনভাবে পরিচিত হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার তুলটি নিমেষ এর মধ্যেই মানুষের বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে এবং করতে পারে অসাধারণ সমস্ত কাজ। নতুন গান, কবিতা, প্রবন্ধ, ছড়া ইত্যাদি লিখে দেওয়া, বড় বড় কোডিং লিখে দেওয়া তার কাছে মাত্র কয়েক সেকেন্ডের কাজ।
ক্রমে আরো অনেকগুলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল এসেছে ইন্টারনেটে। সাধারণ ইন্টারনেট গ্রাহকেরা সেই সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলি দিয়ে নিজেদের অনেক কঠিন কাজকে করে নিচ্ছে সহজতর। তবে এই দিন হয়তো চিরস্থায়ী হবে না কারণ সরকারের তরফ থেকে একটি ডাটা সুরক্ষা বিল আনা হবে, যাতে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল গুলির ওপর বড় কোন নিয়ম চালু করার প্রস্তাব দেওয়া হতে পারে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলি নানা রকম ত্রুটির কথা সামনে এসেছে। পাশাপাশি এই টুলগুলি ব্যবহার করার ফলে ব্যবহারকারীদের প্রাইভেসি নিয়ে উঠেছে প্রশ্ন। এই কারণেই কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নতুন নিয়ম আনতে চলেছে সরকার।।
সরকার একটি ডিজিটাল পার্সোনাল ডেটা প্রটেকশন বিল সংসদে পেশ করতে চলেছে। পাশাপাশি ইউজাররা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করে কি করছেন সেই বিষয়টি নিয়েও কেন্দ্রের তরফ থেকে নতুন চিন্তাভাবনা করা হবে বলে জানা গিয়েছে। সরকারের পক্ষ থেকে একটি নতুন খসড়া তৈরি করা হয়েছে, যেখানে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলিকে চ্যাট বটের জন্য সার্বজনীনভাবে উপলব্ধ কোন ডাটা ব্যবহার করার উপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ উঠেছে।
বিলটি পাস করার পর যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলি এই নিয়মের পালন না করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। তাছাড়া ভুল ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে গ্রাহকদেরও হতে পারে জেল বা জরিমানা
খুব শীঘ্রই নতুন এই নিয়ম চালু করতে পারে সরকার।