শেষের পথে টুইটার? ১২ ঘন্টায় ৩ কোটি গ্রাহক পেলো মার্ক জুকারবার্গ এর threads Apps।

বর্তমানে ফেসবুকের মালিকাধীন সংস্থা মেটার অধীনে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো বড় বড় সোশ্যাল মিডিয়াগুলি। তবে আরেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনলো মার্ক জুকারবার্গের সংস্থা মেটা।

ইলন মাস্কেট টুইটারের সাথে টেকা দিতে মার্ক জুকারবার্গের মেটা সংস্থা নিয়ে এসেছে নামের একটি অ্যাপ। আর অ্যাপটি লঞ্চ হবার কয়েক ঘন্টার মধ্যেই তিন কোটি মানুষ যুক্ত হয়েছেন এই অ্যাপের সাথে

গত বৃহস্পতিবার বিবিসির তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে জানানো হয় যে, নতুন অ্যাপটি লঞ্চ করার প্রথম 12 ঘণ্টার মধ্যেই তাতে তিন কোটির বেশি মানুষ সাইন আপ করে যুক্ত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে যে threads অ্যাপটি দেখতে অনেকটা টুইটার এর মতই। এখানে টেক্সট ভিত্তিক কথোপকথন করতে পারবেন গ্রাহকরা।

এই অ্যাপের সাথে যুক্ত করা হয়েছে ইনস্টাগ্রাম। কোন গ্রাহক তার ইনস্টাগ্রাম একাউন্ট এবং ইউজার নেম দিয়ে এই অ্যাপটিতে লগইন করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা মনে করছেন যে মার্ক জুকারবার্গের থ্রেডস অ্যাপটি খুব শীঘ্রই টুইটারের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে। ইলন মাস্ক টুইটারের কর্তৃত্ব নেবার পরেই তাতে বিভিন্ন রকম বাধা নিষেধ আরোপ করেছেন। তাতে করে বহু গ্রাহক টুইটার ত্যাগ করেছেন।

টুইটার কর্তৃপক্ষের থেকে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার বেশ কয়েকটি বিষয়ে সামনে এসেছে। টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছিল যে গ্রাহকরা এবার থেকে নির্দিষ্ট সংখ্যক টুইট দেখতে পারবেন। বেশি টুইট দেখার জন্য তাদের অতিরিক্ত টাকা গুনতে হবে। ভেরিফাই না হলে দিনে ১০০০ এর বেশি ট্যুইট দেখতে পারবেন না গ্রাহকরা। আবার ভেরিফাই করতে গেলে বেশ মোটা অংকের টাকা গুনতে হবে গ্রাহকদের।

টুইটারের এমন টালমাটাল পরিস্থিতিতে বড় সুযোগ পেতে পারে মার্ক জুকারবার্গের থ্রেডস অ্যাপটি। আগামী এক মাসের মধ্যে আরও কয়েক কোটি গ্রাহক এই অ্যাপের সাথে যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *