কিছুদিন পরপরই কেন্দ্রীয় সরকার জনগণের সুবিধার্থে বিভিন্ন ধরনের স্কীমের ঘোষণা করে থাকেন। আজ আমরা সেরকমই এক স্কীম নিয়ে আলোচনা করতে এসেছি যাতে প্রতিমাসে আপনি পেয়ে যেতে পারেন ৮ হাজার টাকা পেনশন। আসুন বিস্তারিত জানা যাক।
এই নতুন স্কীমটির নাম-প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা। এই স্কীমে আপনি মাসিক পেনশনের গ্যারান্টি পাবেন। বিনিয়োগকারীরা মাসিক, ত্রৈমাসিক অথবা বার্ষিক- এই তিন উপায়ে পেনশন লাভ করতে পারেন। এই স্কীমটির পেছনে কারা রয়েছে জানলে আপনার আরো আনন্দ হবে। কেন? কারণ এই স্কীমের পেছনে রয়েছে LIC অর্থাৎ Life Insurance Corporation of India!
এই স্কীমে আপনি ১৫ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করতে পারবেন। তবে আগে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কম ছিলো। আগে বিনিয়োগকারী খুব বেশি হলে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগ করতে পারতেন। এখন জনগণের কথা মাথায় রেখে এই বিনিয়োগের অর্থের পরিমাণ বাড়িয়েছে সরকার! এ তো গেলো বিনিয়োগের ব্যাপার, এবার তাহলে পেনশনের ব্যাপারে জানা যাক।
এখানে বিনিয়োগ করে স্বামী ও স্ত্রী মিলে ৮ হাজার টাকা পেনশন পাবেন। তবে সেটার জন্য দুজনকেই ৬ লক্ষ টাকা করে বিনিয়োগ করতেই হবে। এই স্কীমে ৭.৪০% হারে সুদ পাওয়া যায়। সবথেকে বড় ব্যাপার হলো যে একটা সময় পরে বিনিয়োগ করা সমস্ত টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করে থাকেন, তাহলে ১০ বছর পরে আপনি সেই টাকা ফেরত পেয়ে যাবেন এবং সাথে মাসিক পেনশন তো আছেই। বলা বাহুল্য, বিনিয়োগের টাকা সুদ সমেত ফেরত পাবেন আপনি!
এই স্কীমের জন্য অর্থাৎ এই স্কীমে টাকা বিনিয়োগ করার জন্য কিন্তু আপনার বয়স অবশ্যই হতে হবে ৬০ বছর বা তার বেশি। স্বামী-স্ত্রী মিলে একসাথে বিনিয়োগ করতে পারবেন। এই স্কীমের জন্য নাম নথিভুক্ত করার শেষ দিন ৩১শে মার্চ। শীঘ্রই আবেদন করে আপনার নাম নথিভুক্ত করুন।