নতুন সালের কিছুদিন পরেই সাধারণত বাজেট (Budget) পেশ করা হয়। এবছরের বাজেট ও প্রকাশিত হবে কিছুদিন পরেই। তার আগেই আয়কর (Income Tax) নিয়ে বড়ো ঘোষণা করা হলো। আয়করের ছাড় নিয়ে আবার কথা উঠেছিলো এবং আপাতভাবে সবাই মনে করছেন যে আয়কর এবার থেকে ২.৫ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হবে। যদিও চূড়ান্তভাবে সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসেই জানা সম্ভব হবে। যদিও তার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitaraman) তরফে ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণদের আয়কর থেকে মুক্তি দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে অর্থমন্ত্রকের টুইটার হ্যাণ্ডেল (Twitter Handle) থেকে অফিসিয়াল (Official) ভাবে জানানো হয়েছে যে, ৭৫ এর বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয় বলতে শুধু পেনশন ও ব্যাঙ্কের সুদ রয়েছে তাই তাঁদের আর আয়কর জমা দেওয়ার প্রয়োজন নেই। এই বড়ো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রবীণ মানুষেরা অনেকটা স্বস্তি পাবেন বলেই আশা করা হচ্ছে। এতদিন তাঁদের পক্ষে সত্যি আয়কর জমা দেওয়া ভীষণ কষ্টকর হয়ে পড়তো আর এরপর থেকে তারা নিশ্চিত হবেন।
প্রসঙ্গত, এই ছাড় দিতে আয়কর আইনে একটি নতুন ধারা যুক্ত করেছে সরকার। আয়কর আইনে ৭৫ বছরের বেশি বয়সীদের মুক্তি দেবার জন্য ১৯৬১ সালের একটি আইন সংশোধন করা হয়েছে। পাশাপাশি একটি নতুন ধারা 194P যুক্ত করা হয়েছে। এই পরিবর্তনগুলির বিষয়ে ব্যাঙ্ককে ইতিমধ্যেই অবগত করা হয়েছে। গত বছর এই ঘোষণা করেছিলেন বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এই প্রসঙ্গে CBDT (Central Board of Direct Taxes) জানিয়েছে যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। আয়করের নিয়ম 31, নিয়ম 31A, ফর্ম 16 ও 24Q-তে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন অনুসারে ৭৫ বছরের বেশি বয়সীদের আর আইটিআর ফাইল করার দরকার নেই। এই নিয়ম অনুযায়ী যে ব্যাঙ্কে তাঁদের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক তাঁদের স্বয়ংক্রিয় আয়ের ওপর কর কেটে রিটার্ন ফাইল (Return File) করবে। এর জন্য নাগরিকদের 12BBA ফর্মটি ফিলআপ করে ব্যাঙ্কে জমা দিতে হবে।
এখনো পর্যন্ত সরকার ২.৫ লক্ষ পর্যন্ত টাকা বার্ষিক আয়ের উপর কর ছাড় দেয়। তার জন্য তাঁদের আয়কর রিটার্ন দাখিল করা আবশ্যক। এর মাধ্যমে তাঁরা তাঁদের কাছ থেকে নেওয়া TDS ফেরতের দাবি করতে পারবেন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, ২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ অবধি টাকা আয়ের উপর ট্যাক্স অবশ্যই নির্ধারণ করা হয় কিন্তু এটির পরিমাণ এতই কম যে সেটি রিবেটের মধ্যেই অন্তর্ভুক্ত থেকে যায়।