ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের! জানুন বিস্তারিত!

গতকাল ছিল অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচ (T-20)। ইংল্যান্ডকে (England) হারিয়ে জয় ছিনিয়ে নিল ভারতের ক্রিকেটের মহিলা দল। ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডের পুরো অনূর্ধ্ব ১৯ এর মহিলা টিম! জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারে তিন উইকেট তুলে জয়ের জন্য প্রয়োজনীয় রান নিয়ে নেয় শেফালী ব্রিগেড।
এদিন তো যেতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের ক্যাপ্টেন শেফালী ভর্মা। নিজের জন্মদিনে বিশ্বকাপ জিতে নিজেকে গিফ্ট দিতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্নপূরণ শেষ অবধি করলেন। এদিন শুরু থেকেই ইন্ডিয়ান টিমের বোলিং এর সামনে নাকানিচোবানি খেতে হয় ইংল্যান্ড টিমকে। বিশেষ করে ভারতের সবথেকে সফল বোলার তিতাস সাধুর সামনে কেউ টিকতে পারেননি। আশ্চর্যজনকভাবে তিনি মাত্র ছয় রান খরচ করে চার ওভারে দুই উইকেট তুলে নেন। অর্চনা দেবী ও পার্শ্বভী চোপড়াও দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মন্নত কাশ্যপ, শেফালী ভর্মা ও সোনাম যাদব! মাত্র ১৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড টিম।


এরপরে ব্যাটিং করা শুরু হয় কিন্তু ব্যাটিং এর ক্ষেত্রে দুই ওপেনার বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শেফালী ভালো শুরু করলেও মাত্র ১৫ রান করে ফিরে যেতে হয়। এরপরে মাত্র পাঁচ রান করেন শ্বেতা শাহেরাওয়াত। তবে এরপর আসেন সৌমা তিওয়ারি ও গঙ্গাদি তৃষা যাঁরা ব্যক্তিগত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করে দেন। এবারে প্রথম অনুষ্ঠিত হয়েছিল মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং প্রথমবারেই জয় ছিনিয়ে আনলেন মহিলা টিমের সদস্যরা। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং কাকতালীয়ভাবে পুরুষদের ক্রিকেট টিমের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপও এখানেই অনুষ্ঠিত হয়েছিল এবং তার নেতৃত্বে ছিলেন তখনকার ইন্ডিয়ান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি ও বলা বাহুল্য যে ভারতের ইন্ডিয়ান টিমই বিশ্বকাপ ছিনিয়ে আনে।
টিম ইন্ডিয়ার এ জয়ে উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি ও ইন্ডিয়ান টিমের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

শেফালেরা ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই তিনি টুইট করে সাফল্যের শুভেচ্ছা জানান। তিনি টুইট করে লিখেছেন যে,”ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট টিমকে বিশ্বকাপ জয়ের জন্য শুভেচ্ছা জানাই। দেশের মহিলা ক্রিকেটের ক্ষেত্রে এটি একটি অনেক বড় পদক্ষেপ। আগামী দিনে ভারতের মহিলা ক্রিকেট টিম আরো উচ্চশিখরে পৌঁছাবে বলে আমি আশাবাদী।”
এই জয়ের পর আনন্দে উচ্ছসিত হয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শেফালী ভার্মা কার্যত আনন্দে আত্মহারা হয়ে পড়েন! ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য, কিন্তু সেবারে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জয় ছিনিয়ে আনতে পারেননি তিনি! এই বছরের অনুষ্ঠিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট গ্রাউন্ডে যেন সেই খিদেটাই কার্যত মিটিয়ে নিলেন তিনি। তাঁর হাত ধরেই প্রথমবার বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা দেশ এই মুহূর্তে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছে ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমকে এবং গোটা দেশ এই মুহূর্তে জয়ের আবেগে ও আনন্দে ভাসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *