Indian Post Payments ব্যাঙ্কে নিয়োগ প্রক্রিয়া চলছে। বিস্তারে জানুন।

সম্প্রতি ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা IPPB তে নিয়োগ প্রক্রিয়া শুরু হবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তা দেখতে পাওয়া যাবে।কোন কোন পদের জন্য নিয়োগ হবে আর কি কি নিয়ম তা আজ আমরা এই প্রতিবেদন মারফত জানাবো আপনাদের। ব্যাঙ্কটিতে যে যে পদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেগুলি হলো-

i) ১৫ টি শূন্যপদ জুনিয়র অ্যাসোসিয়েট পোষ্টে
ii) ১০ টি শূন্যপদ অ্যাসিস্টেন্ট ম্যানেজার পোষ্টে
iii) ৯ টি শূন্যপদ ম্যানেজার পোষ্টে
iv) ৫ টি শূন্যপদ সিনিয়র ম্যানেজার পোষ্টে
v) ২ টি শূন্যপদ চিফ ম্যানেজার পোষ্টে


অর্থাৎ মোট ৪১ টি শূন্যপদ। বয়সসীমা ৫৫ বছর প্রতিটা পদের ক্ষেত্রেই। নিযুক্তদের ব্যাঙ্কে টেকনিক্যাল, ইন্স্যুরেন্স সিস্টেম এবং পরিকাঠামোর ক্ষেত্রে সাপোর্ট দেওয়া, ভেন্ডার, এসএলএ এবং আইটি অ্যাসেটের ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন কাজে নিযুক্ত করা হবে। প্রাথমিকভাবে দুইবছরের জন্য নিযুক্ত করা হলেও পরে আরো একবছর বাড়তে পারে। নিয়োগ হলে পোস্টিংয়ের স্থান হবে মুম্বাই, দিল্লি ও দেশের অন্যান্য জায়গাতে। শিক্ষাগত যোগ্যতা বলতে আবেদনের জন্য প্রতি আবেদনপ্রার্থীকে স্নাতক হতে হবে! বিজ্ঞান/ টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা Information Technology বা Computer Science এ এমএসসি বা বিসিএ/এমসিএ ডিগ্রি থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি ভারতীয় ডাক বিভাগে বেশ কিছু বছর কাজের অভিজ্ঞতা থাকতেই হবে! একদম বাধ্যতামূলক! নিয়োগের জন্য আলাদা করে কোনো পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ। তবে, ব্যাঙ্ক ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে নাকি অফলাইনের মাধ্যমে করবে তা এখনও ঠিক নেই। গ্রুপ ডিসকাশন বা অনলাইন পরীক্ষার আয়োজন করতে পারে ব্যাঙ্ক। আবেদনের জন্য প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্রের স্বাক্ষর করা স্ক্যানড কপি এবং বায়োডাটা careers@ippbonline.in -এ মেল করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ শে ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে হলে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। ব্যাঙ্কের অফিসিয়াল website টি নিচে দেওয়া হলো-

https://www.ippbonline.com/web/ippb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *