Indian Railways: ভারত থেকে ভুটান অবধি যাত্রা করুন তাও এক ট্রেনে। কিভাবে সম্ভব? জেনে নিন।

ভারত থেকে ভুটান যাত্রা করবেন তাও এক ট্রেনে? এও কি সম্ভব? হ্যাঁ সত্যিই সম্ভব! এমনই ব্যবস্থা নিতে চলেছে ভারতীয় রেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন! ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে পর্যটনকে আরও উন্নত করার উদ্দেশ্যেই এই পরিষেবা নিতে চলেছে ভারতীয় রেল।

পররাষ্ট্রমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর বলেছেন, “ভুটান ও অসমের মধ্যে রেল সংযোগ নিয়ে আমরা আলোচনা করছি, ভুটান পর্যটকদের জন্য আরও যোগাযোগের রাস্তা খুলতে খুব আগ্রহী ও এটি অসমের জন্য খুব ভালো হতে চলেছে।”

প্রসঙ্গত উল্লেখ্য যে, ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ নির্মাণের কাজ শুরু করার জরিপ শেষ হয়েছিল 2023 সালের এপ্রিল মাসে। রেললাইনটি ভুটানের গেলফু এবং ভারতের অসমের কোকরাজারকে সংযুক্ত করবে। এই 57 কিলোমিটার রেল সংযোগের নির্মাণ কাজ 2026 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং ভারত সরকার অর্থায়ন করবে। এই রুটে ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে পরিচালনা করবে।

অন্যদিকে জানা গেছে যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) এর একটি সরকারী বিবৃতিতে বলা হয় যে “অ্যাক্ট ইস্ট পলিসির” অংশ হিসাবে, ভারতীয় রেলওয়ে মিজোরামের মায়ানমার সীমান্তকে রেলপথের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা করছে। বিবৃতি অনুসারে, রেলওয়ে বোর্ড সম্প্রতি মায়ানমার সীমান্তের কাছে মিজোরামের হবিচুয়াহ থেকে সাইরাং (আইজল) পর্যন্ত 223 কিলোমিটারের সমীক্ষার অনুমোদন দিয়েছে বলে জানা গিয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (NER) দাবি যে এটি খরচ কমাবে মায়ানমারের সিটওয়ে বন্দরের মাধ্যমে উত্তর-পূর্বে পণ্য পরিবহনের। মায়ানমার সীমান্তে 111 কিলোমিটার দীর্ঘ ইম্ফল-মোরে রেললাইন সংযোগ প্রকল্পের আরেকটি চূড়ান্ত অবস্থান সমীক্ষা শীঘ্র সম্পন্ন হবে। মায়ানমারের সিটওয়ে বন্দরটি কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল উদ্বোধন করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *