সমগ্র বিশ্বজুড়ে যে সব সংস্থা প্রযুক্তি ও টেকনোলজির প্রোডাক্ট উৎপাদন করার জন্য বিখ্যাত তাদের মধ্যে অন্যতম হলো অ্যাপেলের (Apple)। এই সংস্থার তৈরি আইফোন(iphone) সমগ্র বিশ্বে দারুণ জনপ্রিয়। এমন মানুষের সংখ্যা খুব কম যারা আইফোন পছন্দ করেন না। দামের দিক থেকে অনেক উচ্চ হওয়ায় সবাই কিনতে পারেন না। তবে সবার মনেই ইচ্ছা থাকে এই ফোন কেনার। এবার এই সংস্থার আইফোন 14 (iphone 14) ভারতে তৈরি হবে। চলুন বিস্তারিত জেনে নিন।
অ্যাপেলে কেন আইফোন 14 উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নিল
অ্যাপেলের তাদের আইফোন 14 মডেলটি চীনে (China) তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তবে সম্প্রতি জানা যাচ্ছে, চীনের পাশাপাশি ভারতেও তৈরি হবে আইফোন 14। ভারতকে (India) আইফোন 14 উৎপাদন বিকল্প কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার কারণ চীনে করোনা মহামারীর(Covid 19) বৃদ্ধি। এখনো চীনের অনেক জায়গায় একাধিক সতর্ক বিধি জারি রয়েছে। যে কারণে কোম্পানি কোনো ঝুঁকি নিতে চান না। অন্যদিকে তাইওয়ান নিয়ে আমেরিকা ও চীনের শি জিনপিং সরকারের মধ্যে দ্বন্ধ লেগেই রয়েছে, সে দিন থেকেও আমেরিকার এই সংস্থা কোনো ঝুঁকি নিতে চান না। ইতিমধ্যেই ভারতে যাতে উৎপাদন বাড়ানো যায়, সে নিয়ে সংস্থা ভারতীয় অ্যাপেল ডিস্ট্রিবিউটরের (Indian Apple Distributor) সঙ্গে কথা বলতে শুরু করেছে। মিডিয়া সূত্রে খবর, চিনে আইফোন 14-র উৎপাদন শুরু হওয়ার দু মাস পর থেকেই ভারতে এই মডেলটির উৎপাদন শুরু হবে।
কবে আইফোন 14 প্রথম সিরিজের উৎপাদন শুরু হবে
বর্তমানে এ নিয়ে একাধিক বিষয় সামনে আসতে শুরু করেছে। কিন্তু এ বিষয়ে অ্যাপেলের পক্ষ থেকে কোনো তথ্য এখনো স্পষ্ট করা হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদন থেকে কিছু সম্ভাব্য তারিখ উঠে আসছে। যেখানে বলা হচ্ছে, ১৩ই সেপ্টেম্বর অ্যাপেলের ইভেন্ট লঞ্চ(Apple’s Event Launch) অনুষ্ঠিত হবে। আবার অনেক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই অনুষ্ঠানটি ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেই ইভেন্টে আইফোন 14-র চারটি ফোন এবং তিনটি আইপ্যাড (iPad) সহ অ্যাপেলের বেশ কয়েকটি প্রোডাক্ট লঞ্চ করা হবে। তথ্য অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতে আইফোন 14-র উৎপাদন শুরু করা হবে।