বর্তমান সময়ে প্যান কার্ড(Pan Card) অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে বিবেচিত হয়। অনেক সময় পরিচয় পত্র হিসেবেও প্যান কার্ড ব্যবহার করা হয়ে থাকে। ব্যাংকিং থেকে শুরু করে বিনিয়োগ, ট্যাক্স দেওয়া ইত্যাদি বহু কাজে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল প্যান কার্ড।
ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) এর পক্ষ থেকে বহুদিন ধরেই গ্রাহকদের বলা হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক (Pan Aadhaar link) করানোর জন্য। তবে অধিকাংশ গ্রাহকেরাই সেই বিজ্ঞপ্তিতে কর্ণপাত করেনি। বাধ্য হয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং ৫০০ টাকা জরিমানা দিয়ে লিঙ্ক করানোর কথা ঘোষণা করা হয়।
এই সময়সীমার মধ্যেও অনেকেই লিংক করেননি। তাদের জন্য আয়কর দপ্তর থেকে পুনরায় লিঙ্ক করানোর সুযোগ দেওয়া হয় এবং ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয় আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার। অবশ্য এই সময়ের মধ্যে লিংক করানোর জন্য প্রত্যেক গ্রাহককে এক হাজার টাকা পেনাল্টি দিয়ে লিংক করাতে হচ্ছে।
শোনা যাচ্ছে যে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করানোর সময়সীমা আরো এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ লিংক করা যাবে আগামী ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত। এমনকি এটাও শোনা যাচ্ছে যে এরপরে লিংক করাতে গেলে ১০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে না, এর আগে অবশ্য শোনা গিয়েছিল 31 শে মার্চ ২০২৩ এর পর আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করাতে গেলে ১০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ,তবে এই বিষয়ে আয়কর দপ্তর থেকে কোনরকম কনফার্মেশন দেওয়া হয়নি।
আয়কর দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী ২০২৩ সালের ৩১ শে মার্চের মধ্যে যদি কেউ আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং ভবিষ্যতে তাদেরকে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হবে।
এখনো পর্যন্ত আয়কর দপ্তর থেকে ২০২৪ সালের ৩১ শে মার্চ সম্পর্কিত কোনরকম আপডেট প্রকাশিত হয়নি । তাই আমরা ধরে নিতে পারি যে, আমাদের হাতে রয়েছে আর মাত্র কিছুদিন। এই এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক (Aadhar card pan card link 2023) করে ফেলতে হবে অবশ্যই। না হলে ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে আমাদের।