Bengali Movie News:
চারিদিকে আলোর ঝলকানি, ভিড়ের ছয়লাপ। মধ্যমণি, এক উদীয়মান সঙ্গীত শিল্পী। বাহ্যিক ভাবে মানুষের সমাগম তাঁকে ঘিরে ধরলেও, তাঁর জীবনের কাছের মানুষটির অভাবে, তিনি বড্ড একা। তাঁর এই ভাঙ্গা প্রেম, সাফল্য, জীবনের এমন নানা ওঠা পড়া নিয়ে আবর্তিত হয়েছে পরিচালক পরমা নেওটিয়ার (Paroma Neotia) আসন্ন ছবি ‘মিথ্যে প্রেমের গান’ (Mitthey Premer Gaan)। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), ইশা সাহা (Ishaa Saha) এবং অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty) অভিনীত এই ছবির ট্রেলার খুব সম্প্রতিই মুক্তি পেয়েছিল। দিন কয়েক আগে এই ছবির মূল গান, অর্থাৎ ‘টাইটেল ট্র্যাক’ প্রকাশ্যে এলো।
‘মিথ্যে প্রেমের গান’ ছবিটিতে অনির্বাণের চরিত্রটি একজন আধুনিক সঙ্গীত শিল্পীর। তাঁর জীবনে বেঁচে থাকার যিনি রসদ ছিলেন, তাঁর সেই প্রেয়সী আর তাঁর সঙ্গে যুক্ত নন। বরং তিনি মন দিয়ে বসেছেন এক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীকে। এই প্রেয়সীর ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা, যিনি একজন সাংবাদিকের চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভূমিকায় রয়েছেন অর্জুন চক্রবর্তী। শাস্ত্রীয় বনাম আধুনিক, দুই জঁরের গানের দ্বৈরথের সঙ্গে মিশে যায়, প্রেমিক হয়ে ওঠার মানসিক দ্বন্দ্ব। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ট্রেলার হোক, বা গান, সবকটিতেই দেখা যাচ্ছে অনির্বাণের কাতর আর্তি ইশার প্রতি। কিন্তু ইশা তাঁর মন দিয়ে বসেছেন অর্জুনকে। বিচ্ছেদের যন্ত্রণা তো আমাদের সকলের মনেই হাহাকার সৃষ্টি করে, কিন্তু কাছের মানুষের ফিরে না আসা যেন আরও বিষাদে ভরিয়ে তোলে চারদিক। সব থেকেও যেন এক গভীর শুন্যতা গ্রাস করে নেই দিগবিদিক। তবুও তো এগিয়ে যেতে হয়, সময় যে কারুর জন্য অপেক্ষা করে না। কিন্তু কি হবে এই সম্পর্কের পরিণতি, তার জন্য অবশ্যই ছবি মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।
গানের কথাগুলি জীবন্ত হয়ে উঠেছে অরিত্র সেনগুপ্তের (Aritra Sengupta) লেখনী সঞ্চালনে। তা সত্যিই মনে দাগ কেটে যায়। অনির্বাণ নিজে সুগায়ক হলেও, এই ছবিতে তাঁর চরিত্রের হৃদয়-আকাশের মেঘকে বৃষ্টির রূপ দিয়েছেন গায়ক ঈশান মিত্র (Ishan Mitra)। মনের সকল ব্যবধান পেরিয়ে, তাঁর মৃত সুরে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য কাতর অনুরোধ করে গেছেন প্রিয়তমার প্রতি। অর্ক দাস নামের এক মুগ্ধ শ্রোতা, তাঁর মুগ্ধতা প্রকাশ করে বলেছেন, ‘হৃদয়ে দোলা দিল ঈশান মিত্রর শ্রুতিমধুর কণ্ঠের এই গানটা। তার সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের অসাধারণ অভিনয়। উনি হলেন বাংলার গর্ব’। এছাড়া আরও এক সঙ্গীত প্রেমী লিখেছেন, ‘অসাধারণ লিরিক্স, কম্পোজিশন, আর পুরো আরেঞ্জমেন্ট একদম মন ছুঁয়ে যাচ্ছে, বার বার হারিয়ে যাচ্ছি গান গুলোর মধ্যে, ঈশান মিত্রর কন্ঠের উষ্ণতা এতটাই গভীর তার উপলদ্ধি পেতে গেলে অনেক অনেক গভীরে যেতে হবে…. অনেক শুভেচ্ছা আর শুভকামনা..’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি।