‘মিলি’ হোক বা ‘গুড্ডি’, তাঁর প্রাণোচ্ছলতা দাগ কেটে গেছিল দর্শকের মনে। দুষ্টু মিষ্টি যুবতী জয়ার প্রেমে পড়েননি, এমন মানুষ কিন্তু সেকালে ছিল হাতে গোনা। তিনি যে আদতেই ছিলেন একেবারে ‘ধন্যি মেয়ে’! তা না হলে কি আর বলিউডের ‘শাহেনশা’ তাঁকে মন দিয়ে বসেন!
অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন, অন্যতম ‘পাওয়ার কাপল’। তাঁদের সম্পর্ক রীতিমত শিক্ষণীয়। অন্তত এ যুগে তো বটেই। কারণ এ যুগকে নিয়ে অনেকেই মনে করেন, এই যুগ যন্ত্রচালিত। যন্ত্রের মতই মানুষের মন, আবেগ সব যান্ত্রিক হয়ে গেছে। সেই স্বতঃস্ফুর্ততার যেন কোথাও একটা অভাব! যে কারণে তার প্রভাব পড়ছে সম্পর্কেও। এক অনুষ্ঠানে এই বিষয়ে নিয়েই মুখ খুলেছেন জয়া। জানিয়েছেন, এ যুগের সম্পর্ক নিয়ে তাঁর মতামত।
জয়ার বচনে, ‘এ যুগে ভালোবাসা বা আবেগের ঘাটতি রয়েছে। তাই, যে তোমার সবচেয়ে কাছের, প্রিয় বন্ধু, তাঁর সঙ্গেই তোমার আগামী যাপন করা উচিত। এমনও হতে পারে তুমি বিয়ে করতে চাও না! ভালোবেসে ভালো থাকাই আসল। হতেই পারে, বিয়ে না করেও তুমি অভিভাবক হতে চাইছ, জীবন তোমার, নিজের ইচ্ছেতে তাই বাঁচবে।’ বচ্চন -ঘরণীকে তাঁর নাতনি নব্যা নভেলি নন্দার প্রসঙ্গে প্রশ্ন করা হলে, নিজের যুক্তিতেই অনড় থাকেন ‘ধন্যি মেয়ে’। তাঁর মতে, নব্যা যদি তাঁর প্রিয় বন্ধুর সঙ্গে সন্তানের দায়িত্ব নিতে চায়, তাহলে সেটি একেবারেই অনুচিত বা অস্বাভাবিক নয়।
জয়ার এ হেন আধুনিক চিন্তনে মুগ্ধ হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। এই প্রজন্ম তো বেশি করে খুশি হয়েছেন, জয়ার মত এক বর্ষীয়ান অভিনেত্রীর এই আধুনিক মানসিকতার কথায়।