Jio Digital India: Jio আনছে সস্তায় 5G স্মার্টফোন, লঞ্চের আগেই ফিচার জেনে নিন।

ভারতের টেলিকম বাজারে এই মুহূর্তে ব্যাপক হারে চলছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা Jio! প্রথমে মানুষকে ফ্রিতে 4G পরিষেবা দেওয়া এই কোম্পানি ধীরে ধীরে তাদের ব্যবসা বৃদ্ধি করেছে এবং বর্তমানে তারা এনেছে 5G পরিষেবা। এই টেলিকম সংস্থা ভাবতেই পারেননি তারা এইভাবে বাজার দখল করে নেবে।

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা জিও কেবলমাত্র গ্রাহকদের 4G অথবা 5G পরিষেবা দিয়েই কিন্তু থেমে যায়নি। এর পাশাপাশি তারা তাদের ব্যবসা ছড়িয়ে দিয়েছে তাদের নিজেদের তৈরি স্মার্টফোন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। এবার এই টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের জন্য সস্তায় আনতে চলেছে 5G স্মার্টফোন। জানা যাচ্ছে চলতি বছর শেষের দিকে তারা এই ফোনটি লঞ্চ করতে পারে। তবে লঞ্চ হওয়ার আগেই সম্ভাব্য ফিচার জানা যাচ্ছে।

মুকেশ আম্বানির টেলিকম সংস্থার তরফ থেকে নতুন যে ফোন লঞ্চ করতে চলেছে তার কোড নেম সম্পর্কে যা জানা গিয়েছে তা হল ‘GANGA’। এবার এই ফোন লঞ্চ করার জন্য শুরু হয়েছে তৎপরতা। বিভিন্ন টেক ওয়েবসাইটে দাবি করা হচ্ছে, এই ফোনটি হতে চলেছে 5G এবং রয়েছে অনেক উন্নত হার্ডওয়্যার। প্রতিবছর জুলাই মাসে এই টেলিকম সংস্থার সাধারণ সম্মেলন আয়োজিত হয় মুম্বাইয়ে। এবারের সেই সাধারণ সম্মেলনেই এই ফোন লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কি কি ফিচার থাকছে এই নতুন ফোন?

Processor:
নতুন এই ফোন চালিত হতে পারে কোয়ালকমের Snapdragon 480+ Prosessor দ্বারা।

RAM:
ফোনটিতে থাকতে পারে Samsung-এর 4GB LPPDDR4X RAM। এছাড়াও থাকতে পারে 32GB পর্যন্ত স্টোরেজ। পাশাপাশি বাড়তি স্টোরেজের জন্য মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকবে।

Display:
এই ফোনটিতে থাকতে পারে ৬.৫ ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

Camera:
ফোনটিতে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে থাকতে পারে একটি 13 MP ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে একটি 2 MP ক্যামেরা।

Sensor:
থাকতে পারে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Battery:
নতুন এই ফোনটিতে দেওয়া হতে পারে 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *