কাপুর পরিবারের মেয়ে ঋতু, কারিনা-করিশ্মার থেকেও সুন্দরী ছিলেন। কিন্তু তিনি রূপালী পর্দায় আসেননি। জেনে নিন , কেন?

বলিউডের(Bollywood) জনপ্রিয় অভিনেত্রী হলেন কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুর (Kareena Kapoor)। তিনি একাধিক হিট ছবি দিয়ে বলিউডে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন এবং রয়েছে নিজস্ব ফ্যান ফোলিং। তিনি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিফিউজি'(Refugee) ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটান। ওই বছরই তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত মহিলা পুরস্কার পান। এর পর ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত বক্সঅফিস হিট ছবি ‘মুঝে কুছ কেহনা হ্যায়'(Mujhe Kuch Kehna Hai) -তে অভিনয় করে আরো জনপ্রিয়তা অর্জন করেন। এরপর করণ জোহর পরিচালিত ‘কভি খুশি কাভি গম'(Kabhi Kushi Kabhi Gam) ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায় এবং ছবিটি ওই বছর বিদেশের মাটিতে ভারতীয় চলচ্চিত্র হিসাবে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে। এরপর অভিনেত্রীকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবিতে তিনি কাজ করে গেছেন। আজ বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় তার নাম আসে।

কাপুর পরিবারের আর এক মেয়ে, যিনি সৌন্দর্যের দিক থেকে কারিনাকেও হার মানিয়ে হতে পারতেন বলিউড অভিনেত্রী

কাপুর পরিবারের মেয়ে কারিনাও কারিশমা (Karishma Kapoor) বলিউডের দুই জনিপ্রিয় অভিনেত্রী। তবে অভিনেত্রী হয়ে উঠা অতো সহজ ছিল না। তাঁরা দুজনেই বাড়ির অমতে গিয়ে বলিউডে প্রবেশ করেছিলেন। অপরদিকে কাপুর পরিবারের আর এক কন্যা ঋতু নন্দা(Ritu Nanda), যিনি খুবই প্রতিভাবান ছিলেন। তিনি সম্পর্কে কারিনা ও কারিশমার পিসি ছিলেন। তবে সৌন্দর্যের দিক থেকে তাঁদের থেকে কোনো অংশে কম ছিলেন না ঋতু নন্দা। যদি তিনি বলিউডে কাজ করতেন, তাহলে তিনিও কারিশমা কাপুর এবং কারিনার মতো একজন শীর্ষ অভিনেত্রী হতে পারতেন। কিন্তু সুন্দরী হলেও অভিনয়ে তাঁর কাজ করা হইনি। কেননা রাজ কাপুর চাইতেন না বাড়ির মেয়েরা বলিউডে কাজ করুক। যে জন্য ঋতু নন্দা ব্যাবসার দিকে মনোযোগ দিয়েছিলেন।

ঋতু নন্দার ব্যাক্তিগত জীবনের কিছু কথা

ঋতু নন্দা(Ritu Nanda) ১৯৪৮ সালের ৩০ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ‘বলিউডের শো ম‍্যান’ রাজ কাপুরের(Bollywood Showman Raj Kapoor) কন্যা। অন্যদিকে রণধীর কাপুর(Randhir Kapoor), ঋষি কাপুর(Rishi Kapoor), রাজীব কাপুর(Rajiv Kapoor) এবং রীমা জৈনের(Rima Jain) বোন ছিলেন তিনি। ‘এসকর্টস লিমিটেডের’ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজন নন্দার(Rajan Nanda) সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, তিনি ‘এলআইসির এজেন্ট’ ছিলেন। এক দিনে ১৭ হাজার পেনশন পলিসি বিক্রি করে তিনি ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে’ নাম তুলেছেন। ঋতু নন্দার সঙ্গে বচ্চন পরিবারের ভালো সম্পর্ক। কেননা তাঁর ছেলে নিখিল নন্দা বিয়ে করেছেন অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দাকে(Shweta Nanda)। তাঁদের দুই সন্তান আছে। একজন হলেন অগস্ত্য নন্দা(Agastya Nanda), অপরজন হলেন নব্য নাভেলি নন্দা(Navhya Naveli Nanda)। দুঃখের বিষয় হলো, তিনি ৭১ বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Image Courtesy: FilmiBeat

Scroll to Top