পৃথিবীতে দিন দিন স্মার্টফোনের(Smartphone) ব্যবহার বেড়ে চলেছে। এমন মানুষের সংখ্যা খুবই কম যার হাতে স্মার্টফোন নেই। আর স্মার্টফোনের হাত ধরে বেড়ে চলেছে বিভিন্ন অ্যাপ(Apps) এর ব্যবহার। অ্যাপস স্টোরে(App Store) বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, যেগুলি মানুষ ব্যাবহার করে থাকেন। তবে জানেন কি এমন অনেক অ্যাপ আছে যেগুলি আপনাকে বিপদে ফেলতে পারে। আসলে বিভিন্ন অ্যাপের মধ্যে দিয়ে বর্তমান সময়ে মোবাইল হ্যাকিং(Hacking) হওয়ার সম্ভবনা অনেক বেড়ে গেছে। মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করার নতুন নতুন উপায় খুঁজে পেয়েছেন হ্যাকাররা। আসলে এমন অনেক অ্যাপ রয়েছে, যেগুলি হ্যাকাররা হ্যাক করার কাজে ব্যবহার করে থাকেন। তবে কোন কোন অ্যাপ রয়েছে এই তালিকায়? চলুন এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন। কোন অ্যাপগুলি গুগলে প্লে স্টোর ক্ষতিকর বলে ঘোষণা করেছে
কোন অ্যাপগুলি গুগলে প্লে স্টোর ক্ষতিকর বলে ঘোষণা করেছে
সম্প্রতি একটি বিপজ্জনক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার(Android Malware ) গুগল প্লে(Google Play Store) স্টোরের বেশকিছু অ্যাপের মধ্যে দেখা গেছে। মারাত্মক অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার হাজার হাজার ইউজারকে ক্ষতির মুখে ফেলেছে। যে কারণে গুগল প্লে স্টোর অনেক গুলি অ্যাপকে ক্ষতিকর বলে ঘোষণা করেছ। এই অ্যাপের যদি আপনি ব্যাবহার করেন তবে আপনার ব্যাঙ্কের সমস্ত টাকা চুরি হতে পারে। গুগলে প্লে স্টোর মোট ১৩ টি অ্যাপ বিপদজ্জনক(13 Denger App) বলে ঘোষণা করেছে। জেনে নিন কোন কোন অ্যাপ, যেগুলি গুগল প্লে স্টোর ক্ষতিকর ঘোষণা করেছে। ওই অ্যাপ গুলি হলো জাঙ্ক ক্লিনার, ইজি ক্লিনার, পাওয়ার ডক্টর, সুপার ক্লিন, ফুল ক্লিন-ক্লিন ক্যাশে, ফিঙ্গারটিপ ক্লিনার, কুইক ক্লিনার, কিপ ক্লিন, উইন্ডি ক্লিন, কার্পেট ক্লিন, কুল ক্লিন, স্ট্রং ক্লিন এবং মিটিওর ক্লিন। এই অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে তবে তা এখনই মুছে ফেলুন।
যদি আপনার কাছে এই অ্যাপ থাকে, তবে আপনি কি করবেন?
অনেক সময় প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো হ্যাকারদের(Hacker) রাডারে থাকে। অ্যাপগুলির মাধ্যমে হ্যাকাররা মোবাইল হ্যাক করে সহজেই মানুষের গোপন তথ্য হাতিয়ে নেন। উপরে উল্লেখ করা অ্যাপগুলির এড়িয়ে চলতে হবে। যদি আপনার মোবাইলে উক্ত অ্যাপগুলির থেকে থাকে তবে তা অবিলম্বে আনইনস্টল(Uninstall) করে দিন। এতে আপনি ও আপনার মোবাইল হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত থাকবে। এই ধরণের অ্যাপ থাকলে তা আনইনস্টল করার পর, সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে দিন।