কফি খেতে তো প্রায় সকলেই ভালোবাসেন কিন্তু এই কফির কত গুণ তা কী জানেন? কফি আপনার মুখের মধ্যে পড়া কালো ছোপও দূরীভূত করতে পারে। কিভাবে? জেনে নিন।
কফি খেতে তো অনেকেই ভালবাসেন তবে ত্বকের যত্নে এর কত জাদু আছে তা জানতে পারলে অবাক না হয়ে উপায় নেই। কফিতে থাকা উপাদান দিতে পারে চকচকে দাগমুক্ত ত্বক। এতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে এক্সফোলিয়েট যা বার্ধক্যের লক্ষণগুলোকে হালকা করতে সাহায্য করে।
কফির মধ্যে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে। এই কাজের জন্য দরকার একটি কফি ফেস মাস্কের। কিভাবে তৈরি করবেন তা জেনে নিন।
কফি ফেস মাস্ক তৈরির পদ্ধতি:
১) কফি ফেস মাস্ক তৈরি করতে সবার আগে একটি পাত্রে দুই চামচ কফি, দুই চামচ দই এবং আধ চামচ হলুদ মিশিয়ে নিতে হবে।
২) এই পেস্টটি মুখে ১০ মিনিট মেখে রেখে ধুয়ে ফেলতে হবে। এরপর মুখ ধোয়ার পর যেকোনো ময়েশ্চারাইজার মেখে নিতে হবে।
এই ফেস মাস্ক কিভাবে কাজ করে?
১) এই কফি ফেস মাস্ক ত্বককে এক্সফোলিয়েট করে।
২) এই মাস্কটি সব ধরনের ত্বকে কার্যকরী এবং ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে।
৩) দুই চামচ কফিতে ১ চামচ মধু মিশিয়েও এই ফেস মাস্ক তৈরি করা যায় ও তাতে উপকার বেশি মনে করা হয়।
এই ফেসপ্যাক সপ্তাহে দুই থেকে তিনবার মাখতে পারেন। ২ চামচ কফিতে ৩ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ মুখে ১৫ থেকে ২০ মিনিট রাখতে হবে এবং তারপর ধুয়ে ফেলতে হবে। এই অ্যান্টিঅক্সিডেন্ট- অ্যান্টিব্যাকটেরিয়াল ফেস মাস্কটি দাগ হালকা করতে, পিগমেন্টেশন দূর করতে এবং ত্বক উজ্জ্বল করতে টপিক্যালি প্রয়োগ করা যেতে পারে।