আপনার হোয়াটসঅ্যাপ-এ কি মাঝে মাঝেই এমন লেখা আসে? আসল কারণ জানুন।

বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।

অনেকেই লক্ষ্য করে দেখেছেন যে, হোয়াটসঅ্যাপে চ্যাটে বা গ্রুপে ‘security change code’-এর একটি লেখা মাঝেমাঝেই দেখা যায়। আপনার ক্ষেত্রেও যদি মাঝে মধ্যেই এমনটা দেখা যায়, তবে জেনে নিন এর নেপথ্যে আসল কারণ।

হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন (End to End Encryption) ব্যবহার করে যাতে ব্যবহারকারীদের মধ্যে প্রেরিত বার্তাগুলি ব্যক্তিগত এবং সুরক্ষিত থাকে।

আসলে আপনার এবং অপর ব্যবহারকারীর মধ্যে এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা চ্যাটগুলির মধ্যে নিজস্ব নিরাপত্তা কোড থাকে। তাই কোন চ্যাটে পাঠানো মেসেজ বা কল গুলি এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা হয়েছে কিনা তা যাচাই করার জন্যই এটির ব্যবহার করা হয়।

এই নিরাপত্তা কোড আসলে আপনার এবং যিনি মেসেজ পাচ্ছেন তার মধ্যে ভাগ করা হয়। এক্ষেত্রে ব্যবহৃত নিরাপত্তা কোড (Security code)গুলি আপনার এবং অন্য একজন ব্যবহারকারীর মধ্যে পরিবর্তিত হতে পারে। তবে এক্ষেত্রে সবসময় নোটিফিকেশন (Notification) পাওয়া যায় না।

কেউ হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করলে অথবা অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে এই নোটিফিকেশন পাওয়া যায়। তবে কেউ চাইলেই, সিকিউরিটি কোড চেঞ্জ এর নোটিফিকেশন আসা বন্ধ করতে পারেন।

এর জন্য আপনার হোয়াটসঅ্যাপের সেটিংস (Settings) অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে অ্যাকাউন্ট (Account) অপশনে গিয়ে সিকিউরিটি নোটিফিকেশনস্ (Security notifications) অপশনটিতে গিয়ে “Show security notifications on this device” অপশনটি অফ করতে হবে।

Scroll to Top