ভারতের তিন জনপ্রিয় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভিআই (Vi)। এই তিন টেলিকম সংস্থার মধ্যেই প্রতিনিয়ত প্রতিযোগিতা লেগেই রয়েছে। তিনটে সংস্থাই গ্রাহকদের জন্য নিয়ে আসে দারুণ দারুণ অফার। এরমধ্যে এমন অনেক অফার থাকে যা খুবই সাশ্রই মূল্যের। আজকের প্রতিবেদনে এমন তিনটি রিচার্জ প্ল্যান এর কথা বলব, যার মূল্য ৫০০ টাকার মধ্যে। তিনটি সংস্থার মধ্যেই একটি মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান (Prepaid Recharge Plan) উপলব্ধ রয়েছে। প্রতিবেদন থেকে সেই প্ল্যান গুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
রিলায়েন্স জিও (Reliance Jio) গ্রাহকদের জন্য ৪৭৯ টাকা মূল্যের একটি প্রিপেড রিচার্জ প্ল্যান অফার করছে। প্ল্যানটির বৈধতা ৫৬ দিন অর্থাৎ প্রায় ২ মাস। এতে আপনি দৈনিক ১.৫GB ডেটা ব্যাবহারের সুবিধা পাবেন গ্রাহকেরা। এর সাথে পাবেন আনলিমিটেড কল ও বিনামূল্যে দৈনিক ১০০ এসএমএস পরিষেবা। এছাড়া ৪৭৯ প্ল্যানের সঙ্গে পাবেন ফ্রিতে জিওটিভি এবং জিও সিনেমা অ্যাপ ব্যবহার করার অনুমতি।।
এয়ারটেল (Airtel) গ্রহকদের জন্য ৪৭৯ টাকার একটি প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। জিওর থেকে এয়ারটেলের এই প্ল্যানের সুবিধা অনেক বেশি।
এই প্ল্যানের দৈনিক ১.৫GB ডেটা ব্যাবহারের পাশাপাশি গ্রাহকেরা পাবেন আনলিমিটেড কল ও দৈনিক ১০০টি মেসেজ করার সুবিধা। বিশেষ বিষয় হলো, FASTag দিয়ে রিচার্জ করলে গ্রহকেরা ১০০ টাকার ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে প্যাকটিতে থাকছে অ্যাপোলোতে তিন মাসের ফ্রি অ্যাকসেসের সুবিধা। এছাড়া Wynk মিউজিক এবং Hello tunes বিনামূল্যে ব্যাবহারের সুবিধা। তবে প্ল্যানটি ৫৬দিন বৈধ থাকবে।
ভোডাফোন আইডিয়া (Vodafone-Idea) কোম্পানিও একই মূল্যে অর্থাৎ ৪৭৯ টাকায় গ্রাহকদের একটি প্রিপেড রিচার্জ প্ল্যান অফার করছে। এটিও বৈধ থাকবে ৫৬দিন। তবে প্ল্যানটি অন্যদুই সংস্থার থেকে একটু আলাদা। এই প্ল্যানে পাবেন প্রতিদিন ১.৫GB ডেটা ব্যাবহারের সুবিধা। এর সাথে পাবেন ১০০ মেসেজ এবং আনলিমিটেড কলের সুযোগ। অন্যদিকে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিনামূল্যে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। কোন গ্রাহক দৈনিক ডেটা ব্যবহার না করতে পারলে তা জমা হয়ে সপ্তাহের শেষে গ্রাহক আবার সেটি ফিরে পাবে। এছাড়া কোন অতিরিক্ত চার্জ ছাড়াই প্রতি মাসে ২ জিবি ডেটা ফ্রি পেয়ে যাবেন।