রূপচর্চা(Make Up) করতে অনেকেই ভালোবাসেন। তার সাথে নিজেকে সৌন্দর্য করে তুলতে অনেকেই দামী কোম্পানীর প্রোডাক্ট ব্যাবহার করে থাকেন, বিশেষ করে বিভিন্ন ফেস ক্রিম (Face Cream)। বাজারে এই সব প্রোডাক্টের দামও অনেক বেশি। তবে ঘরোয়া পদ্ধতিতে নিজের সৌন্দর্য বাড়ানোর উপায় কি জানা আছে? যদি জানা না থাকে, তাহলে প্রতিবেদনটি আপনার জন্য।
আজ এমন এক ঘরোয়া উপায়ে তৈরি ফেস প্যাক (Home Made Face Pack) সম্পর্কে জানাবো, যেটি ব্যাবহার করলে আপনার ত্বক অনেক গ্লো করবে। এটি তৈরিতে খরচ পরে খুবই কম, কিন্তু প্যাকটি মানের দিক থেকে খুব ভালো। চলুন ঘরোয়া পদ্ধতিতে ফেস প্যাক বানানোর উপায় ও উপকারিতা সম্পর্কে প্রতিবেদন থেকে জেনে নিন।
ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বানাবেন এই ফেস প্যাক জেনে নিন
ফেস প্যাকটি বাড়িতেই বানিয়ে নিন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এই বানাতে লাগবে ১ চা চামচ বেসন, ১ চা চামচ মধু, ১ চা চামচ অ্যালোভেরা জেল (Alovera Gell), ২ চা চামচ গোলাপ জল এবং এর সাথে লাগবে ১ চিমটি হলুদ (Termeric Powder)। এই উপকরণগুলি পরিমাণ মতো বেসনের মধ্যে মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। পেস্টটি ঘন করবেন যাতে মুখে লাগানোর পর তা ঝড়ে না যায়। এর পর পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন আগের থেকে মুখ অনেকটা নরম হয়েগেছে এবং ত্বক অনেকটা গ্লো করছে। সপ্তাহে অন্তত একবার লাগলে এর উপকারিতা তাড়াতাড়ি বুঝতে পারবেন।
জানুন এই ফেস প্যাকের উপকারীতা
১) বেসনের তৈরি ফেস প্যাক লাগানোর ফলে মুখের দাগ অনেকটা কমে যায়, মুখ নরম হয় ও ত্বকে টানটান ভাব আসে।
২) যাদের ত্বক তৈলাক্ত , তাদের জন্য এটি খুবই উপকারী। কেননা এটি ব্যাবহারের ফলে মুখের তৈলাক্ত ভাব কমে যায় এবং মুখের বলিরেখাও কমে যায়।
৩) ফেসপ্যাকটি মুখের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। এর ফলে মুখের রং অনেক ভালো হয়।
৪) অনেকেই ব্রণের (Pimple) সমস্যায় ভোগেন। তাদের জন্য এটি খুবই উপকারী। এটি ব্যাবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং রক্ত সঞ্চালনও ভালো ভাবে হয়। এর ফলে ব্রণের সমস্যা অনেকটা দূর হয়।