কাচাকাচির ঝামেলা ছাড়াই শীতের শেষে এবার লেপ-কম্বল থেকে শুরু করে শীতের সমস্ত পোষাক পরিষ্কার রাখার পদ্ধতি জেনে নিন।

আবহবিদদের মতে, এবছর সেভাবে শীত নিজের দাপট নিয়ে আর ফিরবে না। তার মানে এবারের মতো লেপ-কম্বল আর শীতের গরম জামাকাপড় আলমারিতে ঢুকিয়ে রাখার পালা। কিন্তু এই জামাকাপড় বা লেপ-কম্বল কাচতে অনেক সময় লাগে আর কাচতে কাচতে জিনিসটার জৌলুস নষ্ট হয়ে যায়। তাহলে এখন উপায়? উপায় আপনার হাতের মুঠোয়। সন্ধান দিলাম আমরা। দেখে নিন।
শীতে প্রতিদিনই কিছু না কিছু গরম জামাকাপড়ের প্রয়োজন হয়, আর লেপ ছাড়া তো ঘুমই আসবে না। রোজের এগুলো ব্যবহারে দুর্গন্ধ ছাড়ে কিন্তু সবসময় কাচা সম্ভব হয়না তাহলে এখন কি করা যায়? না কেচে রোদে দিয়ে দিন। রোদে এমনিতেই জীবাণু মরে যায়। সকালে মাদুর পেতে সব জামাকাপড় বা লেপ রোদে দিন। বিকেল হলে তুলে নিন। জীবাণু ও দুর্গন্ধ দুইই দূর হবে। পোকাও হবেনা।
কম্বলের কভার বদল করে শুধু সেটা কেচে নিন। তাহলেই আর ঝামেলা পোহাতে হবে না। কভার কিন্তু নোংরা হলে বাজে গন্ধও ছড়ায়। এর থেকে মিলবে মুক্তিও।


কম্বল যদি কোনোভাবে নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে ভিজে কাপড় দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। কোনো সমস্যা হবেনা। তবে কম্বল অতিরিক্ত ভিজিয়ে ফেলবেন না তাতে কিন্তু কম্বলের ফাইবার নষ্ট হয়ে যেতে পারে। অল্প করে কাপড় ভিজিয়ে হালকা হাতে পরিষ্কার করুন।


কম্বল যদি ছোট আকারের হয় এবং খুবই নোংরা হয়ে গিয়ে থাকে তাহলে কেচে নেওয়াই ভালো। তবে হাত দিয়ে কাচতে যাবেন না বরং ধোপাকে দিন বা ওয়াশিং-মেশিনে কেচে নিন। ওয়াশিং মেশিনে কাচার জন্য মেশিনে অর্ধেক ঠান্ডা ও অর্ধেক গরম জল মিশিয়ে মিনিট দশেক কম্বল রাখলেই পরিষ্কার হয়ে যাবে। সফ্ট ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। কাচার পরে পরিষ্কার জলে একবার ধুয়ে ফেলুন তাহলেই পরিষ্কার হয়ে যাবে।


বিছানায় আপনি থাকবেন সারাদিন তাই সেটিরও পরিষ্কার-পরিচ্ছন্নতাটাও আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই। মনে করে প্রতিদিন বিছানার চাদর বদলান ও পরিষ্কার চাদর ব্যবহার করুন।

Image Courtesy: Pexels

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *