কিভাবে চার্জ দিলে মোবাইল ভালো থাকে? জানুন বিস্তারিত।

এখনকার যুগে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম থেকে শুরু করে মেসেজ পাঠানো, কল করা, ছবি পোস্ট করা, ব্যাংকিং, ইন্টারনেট সহ একাধিক কাজে আমাদের মোবাইল দরকার হয়। তবে মোবাইল এর বিভিন্ন বিষয় নিয়ে অনেকের অনেক রকম ধারণা রয়েছে।

মোবাইলে চার্জ দেওয়া নিয়ে অনেকের অনেক রকম ধারণা রয়েছে। কেউবা সম্পূর্ণ চার্জ না শেষ হওয়া অবধি চার্জে বসান না ,কেউ বা অল্প একটু চার্জ কমলেই চার্জে বসিয়ে দেন। কেউ বা কখনোই ১০০ শতাংশ চার্জ সম্পন্ন করেন না , কেউ বা সারারাত মোবাইল চার্জে বসিয়ে রাখেন। আজকালের প্রতিবেদন থেকে জেনে নিন মোবাইল কিভাবে চার্জ দিলে মোবাইল ভালো থাকবে।

প্রথম প্রথম মোবাইল কেনার পর দেখা যায় একবার চার্জ দিয়ে সেই মোবাইল দিয়ে সারাদিন কাজকর্ম করা যায়। তবে যত দিন যায়, ততই মোবাইলের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায় এবং দেখা যায় যে একই দিনে একাধিকবার চার্জ দিতে হচ্ছে।

একটি ব্যাটারির শূন্য থেকে ১০০ পর্যন্ত একবার চার্জ হলে একটি পূর্ণ চক্র সম্পন্ন হয়। একটি ব্যাটারির আয়ু চক্র হয় ৫০০ সাইকেল বা চক্র। তাই আপনার মোবাইল যতবার ফুল চার্জ দেবেন, ব্যাটারির সক্ষমতা তত কমবে এবং তত ঘন ঘন এটিকে চার্জ দিতে পারে।

যখনই মোবাইল চার্জে বসাবে মোবাইলটিকে ২৫ থেকে ৮৫% চার্জ করবেন। কখনোই ফুল চার্জ করবেন না প্রতিবার আংশিক চার্জ করবেন।

মোবাইলে চার্জ ১০০ শতাংশ পূর্ণ হবার পরেও যদি চার্জার না খোলেন, তাহলে সেটি মোবাইলের জন্য খুব একটা ভালো বিষয় নয়। এজন্য সবসময় মোবাইল ফুল চার্জ হবার পর চার্জার এর সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন।

আরো খেয়াল রাখতে হবে মোবাইলের ব্যাটারি কখনো শুন্য শতাংশ তে যেন না আসে। আবার চার্জ দিতে দিতে যখনই মোবাইলে চার্জ ৮৫% হয়ে যায় তখনই মোবাইলের চার্জার খুলে নেওয়া উচিত। যদি কখনো মোবাইল সম্পূর্ণ চার্জ করতে চান সেক্ষেত্রে ৯০ পার করার পর থেকেই মোবাইলের দিক খেয়াল রাখুন এবং পুরোপুরি ১০০% হলে চার্জার আউট করে দিন।

মোবাইলের ব্রাইটনেস যদি বেশি থাকে তাহলে মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়। এছাড়া অনেক অপ্রয়োজনীয় অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যেগুলির কারণে আমাদের মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হতে থাকে। এই কারণে মোবাইলে ব্রাইটনেস সব সময় কমিয়ে রাখার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ যাতে ব্যাকগ্রাউন্ডে না চলে সেই দিকে খেয়াল রাখুন।

এই পদ্ধতি গুলো ফলো করলে আপনার মোবাইল বারবার চার্জ দেওয়া লাগবে না এবং ব্যাটারিও থাকবে বেশ ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *