‘ওহ লাভলি!’ শিশু থেকে প্রাপ্ত বয়স্ক, সকলের মুখেই এই শব্দবন্ধের আনাগোনা বেশ কিছু বছর ধরে লেগেই চলেছে। স্রষ্টা? তৃণমূল বিধায়ক মদন মিত্র (Modan Mitra)। কোনও এক ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এই শব্দবন্ধের প্রয়োগ করে থাকেন। কে জানত, তাঁর মুখ থেকে নির্গত এই দুটি শব্দ হয়ে উঠবে ‘ইন্টারনেট সেন্সেশন’? রাতারাতি ভাইরাল হতে থাকে মদন মিত্রের সেই ভিডিওটি। নেটিজেনরা মেতে ওঠেন ‘ওহ লাভলি’ র মাধ্যমে। মুক্তি পায় খোদ মদন মিত্রের কণ্ঠে এই শব্দবন্ধ দিয়ে গানও। খুব শীঘ্রই এই নামের একটি ছবি আসতে চলেছে বড় পর্দায়।
প্রখ্যাত বাংলা ছবির পরিচালক, হরনাথ চক্রবর্তী একটি ছবি নির্মাণ করেছেন। নাম দিয়েছেন ‘ওহ লাভলি’ (Oh Lovely)। বলা বাহুল্য, স্বয়ং তৃণমূল বিধায়ক মদন মিত্র দ্বারাই অনুপ্রাণিত হয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। মদন মিত্রের উপস্থিতি দেখে রীতিমত হকচকিয়ে গেছে নেট মহল।
ছবিটিতে মুখ্য চরিত্রে আছেন অভিনেত্রী দেবযানী চ্যাটার্জীর পুত্র ঋক চ্যাটার্জী এবং অভিনেত্রী ইন্দ্রানী দত্তের কন্যা রাজনন্দিনী পাল। গ্রামে প্রভাবশালী জমিদারের ছেলে সন্তু ওরফে ঋক শহরে আসে চাকরির খোঁজে। শহরের মেয়ে নিধি ওরফে রাজনন্দিনীর প্রেমে পড়ে সন্তু। প্রেমে এতই বিভোর সে, নিধিকে জানায় এই বেকারত্ব নিয়েই তাঁদের প্রেম সন্তু এগিয়ে নিয়ে যেতে চায়। যথারীতি বাধ সাধে নানারকম পারিপার্শ্বিক প্রতিকূলতা। শেষ পর্যন্ত কি সফল হবে সন্তু? সেই উত্তর পাওয়া যাবে আগামী অগাস্ট মাসে।
মদন মিত্রের চরিত্রের নাম সুবিমল। তিনি এই ছবিতে এক প্রভাবশালী ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করছেন। এমনকি হাতে বন্দুক তুলতেও দেখা গেছে তাঁকে। আগামী অগাস্ট মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে এই ছবি মুক্তি পাবে।