‘মা’, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একমাত্র শব্দ। আর সেরকমই দৃঢ় মা এবং সন্তানের সম্পর্ক। তবুও অনেক ক্ষেত্রেই সন্তান তাঁর অজ্ঞাতে আঘাত দিয়ে ফেলে তাঁর জীবনের এই আধারকে। তখন কেমন হয় তাঁদের সম্পর্কের সমীকরণ? এমনই এক মনস্তত্ত্ব নিয়ে ২০২০ সালে, ‘মিষ্টি মা, চিনি মেয়ে’র সম্পর্ক নিয়ে পরিচালক মৈনাক ভৌমিক (Mainak Bhaumik) রুপোলি পর্দায় উপস্থিত হন। ছবির নাম, ‘চিনি’ (Cheeni)। খুব শীঘ্রই আবার বড় পর্দায় আসতে চলেছে ‘চিনি ২’ (Cheeni 2) গত সোমবার যার শুভ মহরত আয়োজিত হল।
‘চিনি’ ছবিটিতে (Tollywood Movie) ‘মিষ্টি’ মা এবং ‘চিনি’ মেয়ের ভূমিকায় অভিনয় করেন, অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সন্তানের জন্য দুশ্চিন্তা থেকে মায়ের অতিরিক্ত শাসন ‘কাল’ হয়ে দাঁড়ায় মা মেয়ের সম্পর্কের। আসে দূরত্ব। দুজনের মতবিরোধই হয়ে ওঠে তাঁদের সম্পর্কের বুনন। চিনির প্রেমিকের ভূমিকায় গতবার অভিনয় করেছিলেন সৌরভ দাস (Saurav Das)। তবে শুভ মহরতের দিন তাঁকে না দেখা গেলেও, চরিত্রের দিক দিয়ে বেশ অনেক নতুন সংযোজন ঘটতে চলেছে। যেমন ‘একেন বাবু’ (Eken Babu) খ্যাত অনির্বাণ চক্রবর্তীর (Anirban Chakrabarti) উপস্থিতি লক্ষ্য করা যাবে এই সিকুয়েলে। দেখা যাবে ‘প্রেম টেম’ খ্যাত অভিনেতা সৌম্য মুখার্জীকেও (Soumya Mukherjee)।
শুটিং শুরু হলেও সিনেমার মুক্তির তারিখ নিয়ে এখনও কিছু জানা যায়নি। মধুমিতা এবং অপরাজিতার সামাজিক মাধ্যমেই প্রকাশ পেয়েছে ছবির শুভ মহরতের মুহূর্ত। দর্শক ইতিমধ্যেই উৎসুক হয়ে পড়েছেন ফের অপরাজিতা মধুমিতার মিষ্টি মধুর রসায়নের সাক্ষী হওয়ার জন্য। তথাকথিত নায়ক, নায়িকা, অথবা খল নায়কের ছক থেকে বেরিয়েও যে পারিবারিক সম্পর্কের বিভিন্ন দিক পর্দায় ফুটিয়ে তোলা যায়, তা বারবার প্রমাণ করেছেন মৈনাক ভৌমিক। তাই আরও একবার দর্শক অপেক্ষা করছেন, মিষ্টি মিষ্টি মুহূর্তের রসদ গ্রহণ করবার জন্য।