আমরা যখন ইউটিউবে কোন সিনেমা, ভিডিও দেখি বা গান শুনি তখন সব থেকে বিরক্তির ব্যাপার হল মাঝখানে চলা বিজ্ঞাপন (YouTube add)। এক একটি বিজ্ঞাপনের সময়কাল পাঁচ সেকেন্ড 10 সেকেন্ড থেকে শুরু করে ৩০ সেকেন্ড ও হতে পারে। কিছু কিছু বিজ্ঞাপন এমন হয় যেগুলিকে স্কিপ করে ফেলা যায় না। আমাদের প্রয়োজনীয় কাজের মাঝখানে ৩০ সেকেন্ড সময় ব্যয় করে সেই বিজ্ঞাপনটি দেখার পর তারপরেই আমাদের কাজে ফিরতে হয়। (How to stop YouTube add)
ইউটিউবের নিজস্ব পলিসি অনুযায়ী যে সমস্ত গ্রাহকরা ইউটিউবের প্রিমিয়াম মেম্বারশিপ (YouTube premium membership) নিয়েছেন তাদেরকে এই সমস্যাটি ভুগতে হয় না। প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া ব্যক্তিদের (Premium member) ক্ষেত্রে কোন ভিডিও বা গান চলার সময় আলাদা করে বিজ্ঞাপন দেখানো হয় না।
তবে প্রিমিয়াম নেবার খরচ অনেকেই দিতে পারেন না বাড়তি খরচ বলে বেশিরভাগই ইগনোর করেন। যাদের একান্তই অ্যাড ফ্রি ইউটিউব (Add free YouTube) দেখতে হয়, তারা youtube-এর একটি পরিবর্তিত ভার্শন VANCED YOUTUBE ব্যবহার করে দেখতে পারেন।
VANCED YOUTUBE এর সুবিধা:
এই অ্যাপটি ব্যবহার করলে প্রথমত আপনি বিরক্তিকর বিজ্ঞাপন গুলির হাত থেকে মুক্তি পাবেন।
যেকোন ভিডিও ব্যাকগ্রাউন্ডে চালিয়ে রেখে আপনি অন্য যেকোনো অ্যাপ ইউজ করতে পারবেন।
ইউটিউব মিউজিক অ্যাপেও এটি ব্যবহার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে এটি।
ইউটিউব থেকে সরাসরি গান ডাউনলোড করে নেবার সুযোগ পাবেন এই অ্যাপের মাধ্যমে।
এই অ্যাপটি মোবাইলে রাখলে খুব বেশি একটা জায়গা খরচ হয় না।
অ্যাপটির আইকনটিতেও বেশ নতুনত্ব আছে এবং চোখে পড়ার মতো সুন্দর।
VANCED YOUTUBE কিভাবে ডাউনলোড করবেন?
আপনি সরাসরি গুগল থেকে ডাউনলোড করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার ডিভাইসের ভার্সনের সাথে যদি সেটি না মেলে, তাহলে আপনার ফোনে অ্যাপটি চলবে না।
প্রথমেই আপনাকে গুগল থেকে Vanced micro G নামের একটি অ্যাপ ইন্সটল করতে হবে।
এই অ্যাপের ঢুকলেই ইউটিউব ভান্সড এবং ইউটিউব মিউজিক ভান্সড নামের দুটি অ্যাপ সামনে আসবে। একদম লেটেস্ট ভার্সন দুটি ডাউনলোড করে নিলেই একই সাথে আপনি ইউটিউব এবং ইউটিউব মিউজিকের সুবিধা নিতে পারবেন। বিজ্ঞাপন আসবে না কোনো ভিডিওর মাঝখানে।
ইউটিউব ভান্সড নিয়ে ইউটিউব এর ঘোষণা:
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে এই অ্যাপটি ডাউনলোড করা নিষিদ্ধ করে দেওয়া হবে। গুগল বা অন্য কোন জায়গা থেকে এই অ্যাপটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে পারবেন না।
তবে এখনই যাদের ডাউনলোড করা আছে তাদের হয়তো আগামী বছরেও কাজ করবে একই রকম ভাবে।
তাই দেরি না করে আজকেই এই অ্যাপ দুটি ইন্সটল করে নিন। এগুলি ব্যবহার করলে মোবাইলের সিকিউরিটি সংক্রান্ত কোনো ক্ষতি নেই। বরঞ্চ আপনার একপ্রকার উপকারই হবে।