বিদেশ সফরে বিপত্তি! অসুস্থ ভারতীয় শিল্পী মিকা সিং, বাতিল হল একাধিক কনসার্ট

‘আইটেম সং’ এ ফ্লোর মাতিয়ে রাখেন তিনি। প্রেমের গানেও তাঁর জুড়ি মেলা ভার। বাংলা, হিন্দি, পাঞ্জাবিসহ ভারতীয় বিভিন্ন ভাষার ‘পার্টি সং’ থেকে যেকোনও ধরনের জমাটি গানের ক্ষেত্রে একটাই নাম উঠে আসে, মিকা সিং (Mika Singh)। বেশ কিছু মাস ধরে বিদেশে গানের কনসার্ট করছিলেন মিকা। কিন্তু বাধ সাধল অক্লান্ত পরিশ্রম। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন গায়ক। যার জেরে বাতিল হল আসন্ন একাধিক কনসার্ট।

২০০৬ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটে মিকা সিংয়ের। জাতিগত ভাবে তিনি পাঞ্জাবি হলেও, তাঁর জন্ম পশ্চিমবঙ্গের দুর্গাপুরে। ছোট থেকেই গানের প্রতি ছিল তাঁর অগাধ আগ্রহ। বিভিন্ন রকমের গানের তালিম নিয়েছেন মিকা। বলিউড তো বটেই, টলিউডেও রীতিমত রাজ করেন মিকা সিং। কোনও আনন্দ অনুষ্ঠান তাঁর গান ছাড়া যেন ভাবাই যায় না।

দু মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গানের কনসার্টের জন্য রওনা দেন মিকা। দেশের মাটিতে তাঁর জনপ্রিয়তা যেমন আকাশ ছোঁয়া, বিদেশের মাটিতেও প্রবাসী ভারতীয়দের কাছে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় একুশটিরও বেশি শো করেন যুক্তরাষ্ট্র জুড়ে। কিন্তু এই এক টানা অনুষ্ঠান করে যাওয়ার ফলে, যথাযথ বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি গায়ক। ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে মিকা সিংয়ের অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুগামীরা। থাইল্যান্ড, মালয়শিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ এখনও বিভিন্ন দেশে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু এই অসুস্থতা নিয়ে কোনও রকমেই শো করতে পারবেন না মিকা। ফলে দুঃখজনকভাবে আসন্ন শো-গুলি বাতিল করতে হয়েছে। এই মুহূর্তে কড়া বিশ্রামে আছেন গায়ক। চিকিৎসক জানিয়েছেন, নূন্যতম তিন সপ্তাহের বিশ্রাম চাই ‘পাগলু’ খ্যাত গায়কের। তাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পুরনো ছন্দে তাড়াতাড়ি ফেরার মনোবাসনা জানিয়েছেন ভক্তেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *