অনেকগুলো প্ল্যান বন্ধ করে দিলো জিও! এর মধ্যে আপনার পছন্দের প্ল্যান নেই তো? দেখে নিন তাড়াতাড়ি

অনেকগুলো প্ল্যান বন্ধ করে দিলো জিও! এর মধ্যে আপনার পছন্দের প্ল্যান নেই তো? দেখে নিন তাড়াতাড়ি….
সমগ্র ভারতে প্রথম আনলিমিটেড ইন্টারনেটের (Unlimited Internet) সুবিধা নিয়ে এসেছিল জিও (Jio) কোম্পানি, তাও আবার পুরো বিনামূল্যে (Free)! কিছু সময় পরে অল্পকিছু মূল্যের বিনিময়ে আনলিমিটেড ইন্টারনেট (Unlimited Internet) পরিষেবা শুরু হয়। সাথে ছিলো আনলিমিটেড কলস্ (Unlimited Calls), ফ্রি এসএমএস (Free Sms)। সময়ের সাথে সাথে জিও এনেছিল 4g পরিষেবা এবং এখন 5g পরিষেবা শুরু করতে চলেছে জিও (Jio)। প্রতিযোগিতার দৌড়ে অন্যান্য অনেক টেলিকম সংস্থাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছিলো জিও (Jio) কিন্তু 5g পরিষেবার সঙ্গে সঙ্গে বেশ কিছু জনপ্রিয় প্ল্যান বন্ধ করতে চলেছে জিও (Jio)।
যে প্ল্যানগুলি বন্ধ করতে চলেছে জিও, সেগুলি হলো-
১. ১৫১ টাকার ডিজনি প্লাস হটস্টার অ্যাপ (Disney+Hotstar)
২. ৬৫৯ টাকার অ্যাড অন প্ল্যান (Add-on Plan)
৩. ৩৩৩ টাকার ডিজনি প্লাস হটস্টার অ্যাপ (Disney+Hotstar)
৪. ৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান (Prepaid)
৫. ৬০১ টাকার প্রিপেড প্ল্যান (Prepaid)
৬. ৫৮৩ টাকার প্রিপেড প্ল্যান (Prepaid)
৭. ৭৮৩ টাকার প্রিপেড প্ল্যান (Prepaid)
৮. ৭৯৯ টাকার প্রিপেড প্ল্যান (Prepaid)
৯. ১০৬৬ এবং ৩১১৯ টাকার প্রিপেড প্ল্যান (Prepaid)
এছাড়াও ২৯৯৯ টাকার প্রিপেড (Prepaid) ও ৫৫৫ টাকার অ্যাড অন প্ল্যানটি (Add-on Plan) বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে।
এবার থেকে গ্রাহকরা যদি ‘ডিজনি প্লাস হটস্টার’ (Disney+Hotstar) এবং ‘ওটিটি’র (OTT) সুবিধা পেতে চান তবে তাঁদের যথাক্রমে ১৪৯৯ এবং ৪১৯৯ টাকার প্ল্যান তাঁদের নিতে হবে। 5g লঞ্চ হবার পরেই চলতি প্ল্যানগুলি জিও বন্ধ করে দিলো। তবে 5g আসার পরে আর কোন কোন নতুন প্ল্যান আসতে চলেছে তা এখনো জানা যায়নি।


১৪৯৯ টাকার প্ল্যানে ‘ডিজনি প্লাস হটস্টার’ (Disney+Hotstar) এবং ‘ওটিটি’র (OTT) সুবিধা ছাড়াও জিওর তরফে পাবেন 2gb 4g ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টা করে এসএমএস এবং এই পরিষেবা হবে ৮৪দিনের জন্য।
অপরদিকে ৪১৯৯ টাকার প্ল্যানে ‘ডিজনি প্লাস হটস্টার’ (Disney+Hotstar) এবং ‘ওটিটি’ (OTT) ছাড়াও জিওর তরফ থেকে পাবেন 3gb 4g ডেটা, আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টা করে এসএমএস এবং এই পরিষেবা ৩৬৫দিন অর্থাৎ একবছরের জন্য থাকবে।


আপাতত আর কোনো প্ল্যান বন্ধ হবার কথা জানা যায়নি। বিস্তারিত জানতে ‘মাই জিও অ্যাপ’ (My Jio App) ডাউনলোড করুন অথবা জিওর অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখুন যেটি হলো https://www.jio.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *