বর্তমানে প্রায় সকলেই অনলাইনে কেনাকাটি (Online shoping) করেন। পছন্দের জিনিসগুলি অনলাইনে অর্ডার করার পর যখন বাড়ি তে এসে কেউ দিয়ে যায়, সে এক আলাদাই আনন্দ।
বিভিন্ন রকম মার্কেটিং অ্যাপ(Marketing apps) আমরা ইউজ করি। ভারতের লোকজন সব থেকে বেশি ইউজ করেন আমাজন(Amazon app), ফ্লিপকার্ট(Flipkart), মিশো(Mesho) ইত্যাদি। প্রত্যেকেই চান তিনি যেন ভালো প্রোডাক্ট অফার এলে একটু হলেও কম দামে কিনতে পারেন।
কম দামে জিনিসপত্র খোঁজার জন্য অনেকেই অনলাইনে সার্চ করে থাকেন – Smartwatch under 1000, Free product, Rs 9 products, How to get free products, mesho Sale, Online sale ! বলা বাহুল্য যে এখন সব রকম দামেই সবকিছু জিনিস পাওয়া যায়। Quality এর স্বল্প বিস্তর পার্থক্য থাকলেও অনলাইনে সবই Available!
বিভিন্ন অ্যাপগুলি বছরের নির্দিষ্ট সময়ে বড় বড় ছাড়(Sale) দিয়ে জিনিসপত্র বিক্রি করে। আবার প্রতিটা অ্যাপেই দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোডাক্টে(Product) ছাড় দেওয়া হয়। যে জিনিস আপনি সাধারণ অবস্থায় ১০০০ টাকায় কিনতে পারছেন সেটা অফারে প্রায় অর্ধেক দামে অর্থাৎ ৫০০ টাকায় কিনে ফেলতে পারবেন।
আপনি যদি মাত্র ৯ টাকা, ২৯ টাকা, ৪৯ টাকা এবং ৯৯ টাকায় দামি দামি জিনিস কিনতে চান তবে এক সুবর্ণ সুযোগ রয়েছে। সম্প্রতি মিশো অ্যাপে চলছে এক অফার। সামনে আরো কিছুদিন এই অফার চলবে।
প্রায় সারাদিন ধরে এই অফার দু ঘন্টা অন্তর অন্তর পাওয়া যাচ্ছে। যেমন রাত ৮:০০টায় একবার অফার খোলার পর স্টক হয়ে শেষ হয়ে গেলে , পুনরায় স্টক এসে যাবে রাত দশটায়। একইভাবে রাত বারোটা, রাত দুটো, ভোট চারটে সময় জুড়ে পর পর অফার আসতেই থাকবে।
এখানে আপনি খুব কম টাকায় দামী দামী জিনিস অর্ডার করতে পারবেন। যেমন ধরুন একটি হেয়ার ড্রায়ার এর দাম বাজারে 700 টাকা, অ্যাপের এই অফার দিয়ে আপনি সেই হেয়ার ড্রায়ারটিকেই(Hair dryer under 100) মাত্র ৪৯ টাকায় বা 99 টাকায় কিনে ফেলতে পারবেন। গুণগতমান কিন্তু একই।
ছোটদের ড্রেস, মেয়েদের পায়ের জুতো, জামা ছেলেদের স্মার্টওয়াচ(Smart watch), দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং ফ্যাশন সম্পর্কিত অনেক জিনিস খুব কম দামে পেয়ে যাবেন এই অফারের মাধ্যমে।