MI India ভারতীয় বাজারে নিয়ে আসলো নতুন মডেলের স্মার্টফোন Redmi Note 11 SE, জেনে নিন ফিচার ও দাম

এক দশক ধরে ভারতীয় বাজারে জনপ্রিয়তার সঙ্গে ব্যাবসা করছে স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi। প্রতিনিয়ত নতুন মডেল লঞ্চ করতে দেখা যায় সংস্থাকে। নিত্য নতুন মডেলের ও দারুণ ফিচার্সের সঙ্গে এই সংস্থা খুবই সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন গুলি দিয়ে থাকে। সম্প্রতি এমনি এক নতুন মডেল বাজারে আনলো সংস্থা। মডেলটির নাম Redmi Note 11 SE। এখনো পর্যন্ত মডেলটি নিয়ে গ্রাহকদের থেকে পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। চলুন নতুন এই মডেলটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে।

MI India ভারতীয় বাজারে নিয়ে আসলো নতুন মডেলের স্মার্টফোন Redmi Note 11 SE। ইতিমধ্যেই ফোনটি লঞ্চ করা হয়েছে এবং অনেকেই এই নতুন মডেলটি পছন্দ করেছেন। নতুন ভ্যারিয়্যান্ট সঙ্গে এই মডেলটির দাম রাখা ভারতীয় বাজারে 13,499 টাকা। Biforst Blue, Cosmic White, Space Black এবং Thunder Purple রঙে মিলবে এই স্মার্টফোনটি। আগামী 31 আগস্ট থেকে ফোনটি Flipkart থেকে বিক্রি করা শুরু হবে। ফোনটি কিনলে গ্রাহক পাবেন বিশেষ ছাড়। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যাবহার করে ফোনটি কিনলে 1000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। অন্যদিকে ফোনটির EMI শুরু হচ্ছে 468 টাকা থেকে।

REDMI NOTE 11SE ফোনে কি কি ফিচার্স রয়েছে, জেনে নি

১) Redmi Note 11SE ফোনটিতে 6.43-ইঞ্চি সুপার AMOLED ডট ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে, যা ব্লু লাইট সার্টিফিকেশন যুক্ত। ডিসপ্লেটি 2400 x 1080 FHD+ রেজোলিউশন সার্পটেড সার্পোটেড।
ফোনটিতে রয়েছে MediaTek Helio G95 প্রসেসর।

২) 5000 mAh ব্যাটারি যুক্ত। এছাড়া ফোনে 33W ফাস্ট চার্জিংয়ের সুবিধা মিলবে, যার ফলে 0-54% চার্জ হতে সময় লাগবে 30 মিনিট।

৩) স্মার্টফোনটি 6GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

৩) স্মার্টফোনে 64MP ক্যামেরার সঙ্গে রয়েছে একটি 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো লেন্স এবং একটি 2MP ডেপথ সেন্সর রয়েছে। 13MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত রয়েছে, হা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য উপযুক্ত। এছাড়া Redmi Note 11SE স্মার্টফোনটিতে AI ফেস আনলক রয়েছে ।

Scroll to Top