‘….কি সুখে ওই ডানা দুটি মেলেছ?’ ছোটোবেলায় প্রায়শই পাখি পড়ার মতই আমরা রচনা মুখস্ত করেছি, পাখির মত ডানা পেলে আমরা কি করতাম! ডানা মানেই আকাশ, আকাশ মানেই মুক্তি, মুক্তি মানেই স্বাধীনতা। সেই ডানার খোঁজ প্রত্যেক প্রাণীরই অনুসন্ধান। কেউ তৈরি করতে পারেন নিজের ডানা, কেউ বা অসফল হন। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী কিন্তু এমন ডানার হদিশ আগেই পেয়েছেন। টলিউডে তাঁর কেরিয়ারকে সুপ্রতিষ্ঠিত করে, নিজের মত পাখনা মেলে উড়ে বেড়ান তাঁর মুক্তির আকাশে।
তিনি চিরকাল ভ্রমণপিপাসু। কাজের থেকে একটু ফাঁক পেলেই অভিনেত্রী চলে যান প্রকৃতির কোলে। হয় পাহাড়ের উদারতার মধ্যে নিজেকে মিশিয়ে দেন, কিংবা সামুদ্রিক উচ্ছলতায় প্রাণ ভরে মেতে ওঠেন। সম্প্রতি তাঁর মুহূর্ত যাপন দুবাইকে কেন্দ্র করে গড়ে উঠছিল। সেখান থেকেই নায়িকা বিভিন্ন দিন বিভিন্ন জায়গার ছবি দিচ্ছিলেন। দুবাই একটি স্বপ্ন নগরী, গগনচুম্বী অট্টালিকার সারি দেখে তিনিও যারপরনাই উচ্ছ্বসিত হয়েছেন। ভ্রমণ করেছেন বিখ্যাত বুর্জ খলিফাতেও। সেখানেই সবচেয়ে উঁচু তলায় গিয়ে, একটি ‘ডানা’র গ্লাস পেন্টিংয়ের সামনে নিজেকে মেলে ধরেছেন। পাখির মত তিনি যে সর্বোচ্চ স্থানটিকে ছুঁয়ে ফেলেছেন, সেই আবেগই ধরা পড়েছে অভিনেত্রীর সম্প্রতিক ইনস্টা পোস্টে।