বর্তমানে ভারতে চালু থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মধ্যে অন্যতম একটি প্ল্যাটফর্ম হল whatsapp । বর্তমানে হোয়াটসঅ্যাপ (Whatsapp) একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন (Application) যা ব্যবহারকারীদের পাঠ্য বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে, ফটো এবং ভিডিওর মতো মিডিয়া শেয়ার করতে এবং গ্রুপ চ্যাট তৈরি করতে এবং সেখানে অংশগ্রহণ করতে দেয়। ভারতের কয়েক কোটি মানুষ বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসায়িক কাজ, যোগাযোগ, কলিং ইত্যাদি বহু ক্ষেত্রে whatsapp অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন গ্রাহকেরা।
কিছুদিন পর পরই whatsapp আপডেট করা হয় এবং প্রত্যেকটি আপডেটের পরেই বিভিন্ন রকম নতুন ফিচার দেওয়া হয় গ্রাহকদেরকে যেগুলি গ্রাহকদের কাজে লাগে। এবার থেকে whatsapp গ্রুপের এডমিনদের হাতে আসতে চলেছে অতিরিক্ত ক্ষমতা। whatsapp গ্রুপে থাকা কোন ব্যক্তির মেসেজ নিয়ে অন্য কোন ব্যক্তি বা একাধিক ব্যক্তিরা গ্রুপের এডমিনের কাছে রিপোর্ট করতে পারবেন এবার থেকে।
whatsapp গ্রুপের এডমিন দের হাতে অতিরিক্ত ক্ষমতা আসার দরুন তারা গ্রুপটিকে আরো ভালোভাবে মডারেট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার সংস্থা জানিয়েছে যে নতুন ফিচার চালু হবার ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা কোন একটি মেসেজ নিয়ে গ্রুপ এডমিন এর কাছে রিপোর্ট করতে পারবেন।
whatsapp সংস্থার পক্ষ থেকে এডমিনদের দেওয়া এই নতুন ক্ষমতার নাম করা হয়েছে ‘অ্যাডমিন রিভিউ’ ফিচার। প্রাথমিকভাবে এই ফিচারটি প্রথমদিকে এন্ড্রয়েড ব্যবহারকারীদের দেওয়া হবে। নতুন এই ফিচারটি লঞ্চ করা হলে রিপোর্ট করা মেসেজটি গ্রুপ এডমিনদের চোখে সহজেই পড়বে এবং গ্রুপ এডমিনরা যথাযথ ব্যবস্থা নিতে পারবেন
এমনকি তারা মেসেজটি ডিলিটও করতে পারবেন গ্রুপ থেকে।
হোয়াটসঅ্যাপের একটিভ গ্রুপগুলোতে প্রায় প্রত্যেক মিনিটেই অনেকগুলি করে মেসেজ জমা পড়ে। সবগুলো মেসেজ এডমিনের পক্ষে চেক করা সম্ভব হয় না ।কিন্তু নতুন এই ফিচার লঞ্চ হওয়ার ফলে যে সমস্ত মেসেজে অন্যরা রিপোর্ট করবেন, সেই মেসেজগুলি খুব সহজেই এডমিনের দৃষ্টিতে আসবে।
তবে কে রিপোর্ট করছেন বা কারা রিপোর্ট করছেন এই বিষয়গুলি হোয়াটসঅ্যাপের গ্রুপের এডমিন ছাড়া অন্যরা জানতে পারবেন না। গ্রুপের ইনফো অপশন এর মধ্যে নতুন একটি বিভাগে নতুন এই ফিচারটি যুক্ত করা থাকবে , সেখানেই রিপোর্ট হওয়া মেসেজগুলি দেখতে পারবেন গ্রুপের এডমিনরা।