BSNL পরিষেবা দামের তুলনায় যতটাই ভালো হোক না কেন , বেশিরভাগ গ্রাহকদেরই BSNL এর পরিষেবা নিয়ে একটি সমস্যা বা অভিযোগ রয়েছে। সেটি হল BSNL টাওয়ার। কারণ প্রত্যন্ত গ্রামের দিকে বিএসএনএল টাওয়ার পাওয়া যায় না। এছাড়া সেখানে ইন্টারনেটের স্পিড ও কম হয় এবং কথা বলতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।
তবে গ্রাহকদের এই অভিযোগ দূর করতে নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সঞ্চার লিমিটেডের পক্ষ থেকে। এবার ভারতের প্রায় ২৫ হাজার টি গ্রামে এক লক্ষেরও বেশি মোবাইল টাওয়ার বসাতে চলেছে bsnl।
4G পরিষেবা চালুর জন্য সারাদেশে এক লক্ষেরও বেশি মোবাইল টাওয়ার বসাতে চলেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা bsnl। টাওয়ার বসানোর জন্য যে জায়গা গুলি নির্ধারিত হয়েছে সেই জায়গাগুলির জন্য বিএসএনএল সংস্থাকে কোন অর্থ দিতে হবে না। লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই খবরটি জানিয়েছেন।
টেলিকম দপ্তরের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে যে, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করে ফেলবে বিএসএনএল কোম্পানি।
এক লক্ষেরও বেশি মোবাইল টাওয়ার বসানোর ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও 4G নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন সেখানকার অধিবাসীরা। এ ছাড়া সেখানে হাই স্পিড মোবাইল কানেক্টিভিটিও পৌঁছে যাবে।।
টেলিকম দপ্তরের তরফ থেকে জানানো গিয়েছে যে ভারতের প্রায় ২৪ হাজার ৬৮০ টি গ্রামে ফোরজি মোবাইল পরিষেবা পৌঁছে দিতে চলেছে bsnl। দেশের অন্ধপ্রদেশ, বিহার, উত্তর প্রদেশ ,পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র ইত্যাদি রাজ্যের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিনামূল্যে পাওয়া জমিতে টাওয়ার বসাবে বিএসএনএল।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, দেশের প্রযুক্তিবিদ, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা এই পুরো কাজটি করছেন। ভারত যে ফোর জি এর কাজ করছেন তার জন্য পুরো বিশ্ব ভারতের প্রশংসা করছে।