আমেরিকান মোবাইল প্রস্তুতকারক সংস্থা হল মটোরোলা (Motorola)। দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে এই সংস্থার বিভিন্ন মোবাইল চলছে। মাঝে মধ্যেই গ্রহকদের জন্য নতুন মডেলের মোবাইল ফোন নিয়ে আসে এই সংস্থা। সম্প্রতি পাওয়া খবরে এমনই এক তথ্য উঠে আসছে। যেখানে বলা হচ্ছে, আগামী অক্টোবর মাসে মটোরোলা আরেকটি ‘ই সিরিজের’ (E Series) নতুন স্মর্টফোন (New Smartphone) ভারতীয় বাজারে (Indian Market) লঞ্চ (Launch) করা হলো। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব।
মটোরোলা তাদের নতুন স্মার্টফোন মোটো ই৩২ (Moto E32) লঞ্চ করেছে। ফোনটি চলতি বছরের প্রথমদিকে ইউরোপের বাজারে লঞ্চ করা হয়েছিল। বাজার থেকে এর পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরপরই সংস্থা ভারতীয় বাজারে এই ফোনটি লঞ্চ করার সিন্ধান্ত নেয়। তবে একটু আলাদা ফিচার্সের সঙ্গে মিলবে ফোনটি। ভারতীয় বাজারে যার দাম রাখা রয়েছে ১০,৪৯৯ টাকা। ফোনটিতে অনলাইন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন। আর্কটিক ব্লু ও ইকো ব্ল্যাক কালার ভেরিয়েন্টে মিলবে ফোনটি । খুব কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন ও ফিচারের সঙ্গে পেয়ে যাবেন মোটো ই৩২।
Moto E32 এর ফিচার ও স্পেসিফিকেশন
১) মোটো ই ৩২ নতুন স্মার্টফোনটি ৭২০ × ১,৬০০ পিক্সেল রেজলিউশন যুক্ত। ফোনটি ৯০Hz রিফ্রেশরেট যুক্ত ৬.৫ ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে বিশিষ্ট।
২) ফোনটিযে মিডিয়াটেকের হেলিও জি৩৭ (Helio G37) চিপসেটে ব্যাবহার করা হয়েছে। এছাড়া এটি ৪GB RAM ও ৬৪GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এছাড়া ফোনটি Android ১২ OS ভার্সান যুক্ত ।
৩) ফটোগ্রাফির জন্য ফোনটিতে ৫০-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২-মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ লাগানো হয়েছে। সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা লাগানো হয়েছে।
৪) ফোনটিতে ৫০০০mAh ব্যাটারি (Battary) ব্যাবহৃত হয়েছে। এর সাথে এই ফোনে ১০W ফাস্ট চার্জিং (Fast Charging) সাপোর্ট পাবেন।
৫) ফোনটিতে বেসিক কানেক্টিভিটি অপশন হিসাবে রয়েছে ডুয়েল 4G VoLTE, ওয়াইফাই 802.11এসি, ব্লুটুথ 5.0, জিপিএস, মাইক্রোএসডি কার্ড স্লট, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।