শানের সঙ্গে গান ধরলেন নন্দী সিস্টার্স, বৃষ্টির নস্টালজিয়ায় সামিল করলেন অনুগামীদের

“বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি…!” বৃষ্টির সৃষ্টি নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। শৈশবে এমন কিছু বৃষ্টির দিন যেন হয়ে উঠেছিল সারল্যের অনুষঙ্গ। বন্ধুদের সঙ্গে কাদা ভেজা মাঠে ফুটবল খেলা হোক, কিংবা কাগজের নৌকা ভাসিয়ে দেওয়া কোনও এক অজানার উদ্দেশ্যে… এমন বিবিধ স্মৃতি নিয়েই ভরে ছিল আমাদের ছোটবেলা। সেই শৈশবের নস্টালজিয়াই আবার চোখের সামনে তুলে ধরলেন অন্তরা নন্দী (Antara Nandy) এবং অঙ্কিতা নন্দী (Ankita Nandy)।

অন্তরা এবং অঙ্কিতার পরিচয় নতুন করে দিতে লাগে না। উকুলেলের সঙ্গে তাল দিয়ে, দুই সুমিষ্ট স্বরের প্রতি মুগ্ধ হননি এমন মানুষ কম। অন্তরা এবং অঙ্কিতা বারংবার প্রমাণ করেছেন তাঁদের গুণ। প্রায়শই অনেক গুণী শিল্পীর সঙ্গে তাঁদের সুরের বাঁধনে আবদ্ধ হতে দেখা যায়। সম্প্রতি বৃষ্টি এবং শৈশব নিয়ে গান বেঁধেছেন এই দুই বোন। সেই গান প্রাণ দিয়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী শান্তনু মুখার্জী (Shantanu Mukherjee), ওরফে সকলের প্রিয় গায়ক শান (Shaan)।

অন্তরা ছোটবেলায় বিভিন্ন রিয়ালিটি শো এর প্রতিযোগী ছিলেন। শানকে পেয়েছিলেন বিচারক হিসেবে। কালের নিয়মে আজ সেই রসায়ন হয়ে উঠেছে আরও জমাটি। সেই ছোট্ট অন্তরা এখন ভারতের অন্যতম ‘ইন্টারনেট সেনসেশন’। তাঁর রচিত গানে কণ্ঠ দিচ্ছেন শান! এই ঘটনাকে কেন্দ্র করে যারপরনাই উচ্ছ্বসিত অন্তরা এবং অঙ্কিতা।

ইতিমধ্যে শিবপ্রসাদ মুখার্জী (Shiboprasad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Ray) আসন্ন ছবি ‘রক্তবীজ’ (Raktabeej) এ গায়িকা হিসেবে অভিষেক ঘটেছে অন্তরার। বাংলা অন্তরা এবং অঙ্কিতার ব্যাপ্তি সারা দেশ জুড়ে। যেকোনওরম গানেই তাঁরা সাবলীল। তাঁদের সঙ্গে শানের মেলবন্ধনে তাই মেতে উঠেছেন আপামর দেশবাসী। পেয়েছেন প্রভূত শুভেচ্ছা। এমনকী বাঙালি অভিনেত্রী তৃণা সাহাও (Trina Saha) সামাজিক মাধ্যমে নন্দী সিস্টার্সদের শুভ কামনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *