লহমার ‘সিন্ড্রেলার মত’ তাকানোয় কুপোকাত আবির, বিয়ে বিভ্রাটে নাস্তানাবুদ পরমব্রত?

পাঞ্জাবি ধুতি, মাথায় টোপর, বরবেশে টলিউডের দুই ‘সেনসেশন’। আবির চ্যাটার্জী (Abir Chatterjee) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), মধ্যিখানে বউ বেশে এক নারী! লহমা ভট্টাচার্য (Lahoma Bhattacharya)! কিন্তু কী হল তাঁদের? কীই বা হল টলিউডের অন্যতম ভিত, এই দুই চট্টোপাধ্যায়ের? কেনই বা দুজনে পরিধান করেছেন বরবেশ? কেনই বা এক নারীকে কেন্দ্র করে মহা বিভ্রাটে তাঁরা? আসলে এটি মোটেই সত্যি সত্যি নয়। অনেকেই বুঝে গেছেন, আসলে কথা হচ্ছে টলিউডের আসন্ন ছবি নিয়ে। রাজা চন্দ (Raja Chanda) পরিচালিত ‘বিয়ে বিভ্রাট’ (Biye Bibhrat)। যেটির ট্রেলার বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এবং সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দুটি গান।

দু একদিন আগে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গলায় প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির গান হল ‘জিয়া তুই ছাড়া’। গত সোমবার ছবির দ্বিতীয় গান মুক্তি পেয়েছে। এই ছবির গীতিকার ‘ভালোবাসার মরশুম’ খ্যাত গায়ক সুব্রত মাইতি, ওরফে বারিষ (Barish)। তাঁর রচনায়, রণজয় ভট্টাচার্যের ( Ranajoy Bhattacharjee) সুরে সদ্য মুক্তিপ্রাপ্ত গান ‘ঝিলমিল করা’ (Jhilmil Kora) গেয়েছেন ‘সারেগামাপা’ (Sa Re Ga Ma Pa) খ্যাত গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক (Snigdhajit Bhowmik)। গানটিতে কণ্ঠ মিলিয়েছেন আবির। উদ্দ্যেশ্য, অবশ্যই লহমা। মোহর অর্থাৎ লহমাকে চায় শাক্য এবং চন্দ্রমৌলি। এই দুটি ভূমিকায় অভিনয় করেছেন আবির এবং পরমব্রত। মোহরের জন্য তাঁরা নিজস্ব ভঙ্গিতে প্রেম নিবেদনে মরিয়া। গিটার হাতে শাক্য, মোহরের মন জয় করার জন্য গান বেঁধেছেন। ‘ঝিলমিল করা’ গানে তাঁকে বলতে শোনা গেছে, মোহরের চাহনি ঠিক যেন রাজকুমারী সিন্ড্রেলার মত। সেই চাহনিতেই কুপোকাত হয় শাক্য! অথচ মোহরের আলতো ছোঁয়াই হয়ে ওঠে তাঁর মানসিক সকল ক্ষতের নিরাময়ক! এই মিষ্টি গানটিতে নেটিজেনরা প্রথম প্রেমে পড়ার সেই মিষ্টি অনুভূতি খুঁজে পাচ্ছে।

শাক্য নাকি চন্দ্রমৌলি, কার গলায় মালা দেবে মোহর, সেই নিয়েই ছবির প্রতি প্রান্ত জুড়ে সৃষ্টি হয়ে বিভ্রাট। দর্শকও মুখিয়ে আছেন সেই পরিনতি জানার জন্য। আগামী ১৪ জুলাই আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বিয়ে বিভ্রাট’।

Share this article

Leave a Reply