‘মদ খেয়ে গাইতে উঠলে তো সমস্যা হবেই..’ গায়ক যুবিনের ‘বেসুরো’ গান নিয়ে কটাক্ষ নেটিজেনদের

একটা সময় সদ্য প্রেমে পড়া যুবক থেকে, ব্যর্থ হওয়া প্রেমিক, সকলেরই সম্বল হয়ে ওঠেন তিনি। নতুন প্রজন্মের ‘হার্টথ্রব’ হয়ে ওঠে তাঁর গায়কী। অসমিয়া গায়ক যুবিন গর্গ (Jubin Garg), এভাবেই হৃদয় জিতেছিলেন বাংলা, তথা ভারতবাসীর।

শুধু বাংলা গান নয়, হিন্দি গানেও তাঁর রাজত্ব আজও অনেক সঙ্গীত-প্রেমীর প্লে লিস্টে বিদ্যমান। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘গ্যাংস্টার’ ছবিটি। অভিনয় করেছিলেন ইমরান হাশমি, কঙ্গনা রানাওয়াত এবং শায়নি আহুজা। যুবিনের কণ্ঠে ‘ইয়া আলী’ গান, এবং টানটান উত্তেজনার অ্যাক্টন সিনের বুনিয়াদ বেশ সখ্য পাতিয়েছিল। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল এই গান। সেই রেশ এখনও সক্রিয়। কিন্তু এই গান নিয়ে সম্প্রতি বিতর্কে জড়ালেন খোদ গায়ক।

Jubin

নেট মাধ্যমে একটি ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, কোনও এক অনুষ্ঠানে, যুবিন এই গানটিই গাইতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। কখনও বা ধরে যাচ্ছে তবে গলা, কখনও বা ঘটছে কণ্ঠে শ্বাসবায়ুর ঘাটতি। বোঝাই যাচ্ছে তিনি ‘স্বাভাবিক’ নেই। একটি সূত্রের খবর, কিছুদিন আগেই তিনি গুরুতর অসুস্থ হন। তাই তাঁর নিজেরই গান গাওয়ার সময়ই এই বিপত্তি সেই অসুস্থতার কারণ হতে পারে। কিন্তু নেট দুনিয়া গায়ককে ছেড়ে কথা বলেনি। একাংশের বক্তব্য, যুবিন মদ্যপ ছিলেন। আবার কিছু শ্রোতা যুবিনের পক্ষ নিয়ে বলছেন, না জেনে মন্তব্য করা উচিত নয়, হতেই পারে তিনি সত্যিই অসুস্থ ছিলেন! যদিও বিষদে কিছুই জানা যায়নি। কিন্তু প্রিয় গায়কের, সেই প্রিয় গান যা একটা সময় নতুন প্রজন্মের আবেগ হয়ে দাঁড়িয়েছিল, তাঁকে খোদ স্রষ্টার কাছেই বিকৃত হতে দেখে অনুগামীরা ভেঙে পড়েছেন।

Jubin Garg
Scroll to Top