‘ফ্লোরাল বিউটি’ হয়ে তাক লাগালেন ঋতাভরী, চোখ সরাতে পারছেন না নেটিজেনরা

কখনও শাড়িতে অনন্যা, কখনও বা ওয়েস্টার্নে লাবণ্যময়ী, সকল পোশাকেই তিনি যেন ‘ওগো বধূ সুন্দরী’! ঋতাভরী চক্রবর্তী, যাঁর ঔজ্জ্বল্যে কুপোকাত হয় নেটদুনিয়া। অভিনয় হোক বা রূপ, সর্বপরি মানুষ হিসেবে তিনি মন জয় করে নিয়েছেন সকল বাঙালির। তিনি রূপে লক্ষ্মী, গুনে সরস্বতী এবং সার্বিকভাবে যেন দেবী অন্নপূর্ণার গুণপ্রদত্ত। সম্প্রতি তাঁর ‘ফ্লোরাল’ লুকে মজে উঠেছেন নেট দুনিয়া।

ঋতাভরী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন সময়ই অনুগামীরা সাক্ষী হন তাঁর মুহুর্ত যাপনের। নিজে যেমন ছক ভাঙ্গা চরিত্র বেছে নেন অভিনয়ের জন্য, তেমনই মানুষ হিসেবেও তিনি অদ্বিতীয়া। তাই তাঁর ব্যাক্তিত্বের জন্যই যেন তাঁর সকল লুক মানুষের সঙ্গে আরও আত্মিক হয়ে ওঠে।

ঋতাভরী

শাড়ি, ওয়েস্টার্ন দুই ক্ষেত্রেই তিনি স্বাচ্ছন্দ্য। নানারকম ‘বোল্ড’ লুকেও ধরা দেন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে দেখা গেলো ‘ফ্লোরাল বিউটি’ লুকে। নীল ক্রপ টপের ওপরে, ফ্লোরাল প্রিন্টের লং শ্রাগে তিনি যেন সত্যিই এক মায়াবী ফুলপরী! মেকাপ এবং জুয়েলারিও একেবারে সামঞ্জস্যপূর্ন। কানে রয়েছে নীল পাথরের ইয়ারপিস! মেকাপ নিউড হলেও বেশ হাইলাইট-সমৃদ্ধ। তাঁর চোখের চাহনি যেন ছবিগুলোকে আরও জীবন্ত করে তুলেছে। অনুগামীরা তাঁকে ‘বং কুইন’ সম্বোধন করে, প্রসংশা বার্তায় মুড়ে রেখেছেন।

ঋতাভরী

Image Credit: Ritavori Chakraborty Instagram Account

Scroll to Top