একসময় তিনি হয়ে উঠেছিলেন বলিউডের কমার্শিয়াল ছবির অন্যতম ভিত। কোয়েল মল্লিকের মত দক্ষ অভিনেত্রীদের এই ক্ষেত্রে দাপট থাকলেও, নিজ অভিনয় গুণে টলিউডে শক্ত জমি প্রতিষ্ঠা করেন পায়েল সরকার (Paayel Sarkar)। সম্প্রতি সামাজিক মাধ্যমে তাঁর কয়েকটি ছবি ঘিরে আবর্তিত হয়েছে বেশ কিছু ব্যঙ্গাত্মক মন্তব্য।
পায়েলের আত্মপ্রকাশ ঘটেছে ওটিটি প্ল্যাটফর্মে। এক সময়ে ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’, ‘বোঝে না সে বোঝে না’ র মত জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকের। কিন্তু এখন আর সেই হিসেবে ছবিতে পাওয়া যায় না তাঁকে। করেছেন ওয়েন সিরিজও।
কিছুদিন আগে সামাজিক মাধ্যমে তিনি তাঁর কয়েকটি ছবি প্রকাশ করেন। কালো রঙের প্লাস্টিক সাদৃশ্য একটি পোশাক পরিধান করেছেন অভিনেত্রী। সেই ছবি ঘিরেই যত বিপত্তি! নেটিজেনদের ব্যঙ্গাত্মক মন্তব্যের শিকার হতে শুরু করেছেন তিনি। তাঁর পোশাককে তুলনা করা হয়েছে তিরপলের সঙ্গে। কেউ মন্তব্য করেছেন, ” ত্রিপলটা আমাদের, আগের ঝড়ে উড়ে গেছে। দয়া করে যদি ফিরিয়ে দিতেন তাহলে আমাদের বাড়িতে জল পড়ত না…।” কেউ বা বলেছেন, “আমাদের চাঁদের ত্রিপলটা বেশ কিছুদিন হল খুঁজে পাচ্ছি না…।”
বলা বাহুল্য, তারকাদের জীবনে এদিক থেকে ওদিক কিছু অন্যরকম ঘটলেই তাঁকে আক্রমণ করতে নেটিজেনরা বাকি রাখেন না। রূপ, বয়স থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন, পোশাক, সমস্ত ব্যক্তিগত যাপনেই নেটিজেনরা তাঁদের কটাক্ষের তির বিঁধতে থাকেন। পায়েলের ছবিতে এমন মন্তব্য-কারীদের বিরুদ্ধে কোনও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি অভিনেত্রীকে। তিনি এই মুহূর্তে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসন্ন ছবি ‘একটু সরে বসুন’ এর কাজে ব্যস্ত রয়েছেন।